,

চলে গেলেন আসমা কিবরিয়া : স্বামীর কবরের পাশেই সমাহিত

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়া মারা গেছেন। গতকাল সোমবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৮ বছর। গতবছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচারের মাধ্যমে আসমা কিবরিয়ার টিউমার অপসারণ করা হয়েছিল। তার ছেলে ড. রেজা কিবরিয়া বলেন, বেশ কিছু দিন ধরেই মা ডায়াবেটিস, ক্যন্সার, কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ৮ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার ‘হার্ট অ্যাটাক’ হয়। এরপর ৯টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মুত্যুকালে তিনি এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শাহ এ এম এস কিবরিয়া ও আসমা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া একজন অর্থনীতিবিদ। আর তাদের মেয়ে নাজলী কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে আসমা কিবরিয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী প্রমুখ। পরে বাদ মাগরিব বনানী কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাজার পর সেখানেই স্বামীর কবরে (৬৪৩০ নং কবরে) তাকে সমাহিত করা হয়। এদিকে, মরহুমার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ.স.ম ফিরোজ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এমপি আবু জাহির গভীর শোক প্রকাশ করেছেন।


     এই বিভাগের আরো খবর