,

রাষ্ট্রীয় খরচে হজ্ব নিয়ে সংসদে এমপি মুনিম চৌধুরী বাবু’র তারকা চিহিৃত প্রশ্ন

সময় ডেস্ক ॥ নিজেদের নিয়ম নিজেরাই ভাঙছে ধর্ম মন্ত্রনালয়। রাষ্ট্রীয় খরচে হজ্ব পালনকারীদের স্বামী-স্ত্রী সন্তান নিয়ে হজে যাওয়ায় নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হয়নি। চলতি বছরে রাষ্ট্রীয় খরচে ২৬৮ জনকে সৌদি আরবে পাঠানো হয়েছিল। এর মধ্যে প্রায় ৫০জন স্বামী-স্ত্রী সন্তানসহ হজে দেওয়া তথ্যে পাওয়া গেছে। গত সোমবার ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সংসদের বৈঠকে এই তালিকা প্রকাশ করেন। হবিগঞ্জ-১, (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু’র এক তারকা চিহিৃত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী ২৬৮ জনের তালিকার সঙ্গে সংশ্লিষ্ট অফিস আদেশও তুলে দেন। মন্ত্রনালয়ের সহকারী সচিব (হজ) হাসিনা শিরীন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয় কোনো ক্রমেই রাষ্ট্রীয় খরচে হজপালনকারী ব্যক্তিবর্গ (নিজ অর্থায়নে হলেও) স্ত্রী/স্বামী/সন্তানসহ গমন করতে পারবেন না। তবে ধর্মমন্ত্রীর সংসদে দেওয়া তালিকায় সরকারী খরচেই হজ্ব পালনকারী হিসেবে স্বামী, স্ত্রী ও সন্তানের নাম রয়েছে। এছাড়াও ধর্মপ্রাণ মুসলমান হিসেবে সরকারী খরচে যাওয়া এসব হাজির তালিকায় এমপি, এমপির স্ত্রী, সংসদীয় কমিটির সদস্যের ছেলে, সরকারী কর্মকর্তা-কর্মচারী, পাবলিক প্রসিকিউটর (পিপি) সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী বিভিন্ন সরকারী দপ্তরের অফিস সহকারীর নামও রয়েছে।


     এই বিভাগের আরো খবর