,

এড. এনামুল হকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আইনজীবীদের ১ দিনের কর্মবিরতি

হবিগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট এনামুল হক এনামের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ১ দিনের কর্মবিরতি পালন করেছে জেলা আইনজীবী সমিতি। সকাল ১০টায় সমিতির ফৌজদারী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ১০ নভেম্বর মধ্যরাতে বাসায় ডেকে নিয়ে এডভোকেট এনামুল হককে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সন্ত্রাসী ও যুবলীগ নেতা এনামুল হক শাহিন। গুরুতর আহত এডভোকেট এনামুল হককে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হওয়ায় এডভোকেট এনামকে বুধবার রাতে সিলেট থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। ডাক্তাররা জানিয়েছেন, এডভোকেট এনামুল হকের শরীরে ছোট বড় ৪১টি দায়ের কোপ রয়েছে। এডভোকেট সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সুবীর রায়ের পরিচালনায় বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ বারের সাবেক সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, সিনিয়র আইনজীবী আরিফ চৌধুরী প্রমূখ। প্রথমে ১২টা পর্যন্ত কর্মবিরতির ঘোষনা থাকলেও আইনজীবীদের দাবীর প্রেক্ষিতে পুরোদিনই কর্মবিরতি পালন করা হয়। গতকাল হবিগঞ্জের কোনো আদালতে বিচারিক কার্যক্রম হয়নি। দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। একই সাথে এডভোকেট এনামুল হকের উপর হামলাকারীদের পক্ষে আইনগত সহায়তা প্রদান থেকে আইনজীবীরা বিরত থাকবেন বলে জানানো হয়। ঘটনার পর থেকে সন্ত্রাসী শাহিন পলাতক রয়েছে। তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর