,

সরকার ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বত্র নজিরবিহীন উন্নয়ন করে যাচ্ছে –এমপি আবু জাহির

ষ্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে যে কাজ বাস্তবায়ন করছে, অতীতের কোন সরকার তা করেনি। হবিগঞ্জ পৌর মহা শ্মশানঘাটে চুল্লী নির্মান কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন আংশিক বরাদ্দ দিয়ে হবিগঞ্জ পৌর মহা শ্মশানঘাটে চুল্লী নির্মাণের কাজ শুরু করা হয়েছে। শীঘ্রই এ শ্মশানঘাট উন্নয়নের জন্য আরো উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন আওয়ামীলীগ বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার- তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাট, ঈদগাহে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। তিনি যারা উন্নয়ন করে তাদের প্রতি সমর্থন দেয়ার জন্য এবং বোমাবাজদের ব্যাপারে সর্তক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন শুধু ধর্মীয় ব্যাপারে নয় আওয়ামীলীগ দেশের মানুষের উন্নয়নে সর্বত্র নজীরবিহীন উন্নয়ন করে যাচ্ছে। হবিগঞ্জ-লাখাই এলাকায় যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা আপনাদের চোখের সামনে। তিনি বলেন আধুনিক ষ্টেডিয়াম বাস্তাবায়ন, বলভদ্র ব্রীজ নির্মান, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, জুডিশিয়াল ভবন, মাষ্টার্স কোস চালুসহ অসংখ্য উন্নয়ন কাজ আপনাদের চোখের সামনে। তিনি ভবিষ্যতেও উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগের প্রতি সমর্থন অব্যহত রাখার আহবান জানান। গতকাল শনিবারপৌর মহা শ্মশানঘাটে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আসন্ন হবিগঞ্জ পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, মোঃ মিজানুর রহমান ও এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, পৌর মহা শ্মশানঘাটের উপদেষ্টা এডভোকেট অহিন্দ্র কুমার দত্ত, অজিত কুমার পাল, ডাঃ অসিত রঞ্জন দাস ও ফনী ভুষন দাস, জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শংড়খ শুভ্র রায়, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, পৌর মহা শ্মশানঘাটের সাধারন সম্পাদক পিনাকী চৌধুরী ও যুগ্ম সম্পাদক সুজিত বনিক প্রমুখ।


     এই বিভাগের আরো খবর