,

হবিগঞ্জে ক্রিকেটারদের পাশে মেয়র প্রার্থী মিজানুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী দিনের নাজমুল-সাকিবের মত ক্রিকেটার সৃষ্টির লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থা গতবারের ন্যায় এবছরও ক্রিকেটারদের নিয়ে আয়োজন করেছে তৃণমূল প্রশিক্ষণ কর্মসূচি। অনুর্ধ ১২,১৪,১৬ ও ১৮ বছর বয়সী ক্রিকেটারদের উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে বাছাই করে ১৫০ জন ক্রিকেটারদের নিয়ে পরিচালিত দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচিকে সফল করতে স্পন্সর হিসাবে এগিয়ে আসেন হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী রোটারিয়ান মিজানুর রহমান মিজান। তার দেয়া ৭০ হাজার টাকা দিয়ে ক্রিকেটারদের প্রদান করা হয় আকর্ষনীয় ড্রেস। গত শুক্রবার সকালে আধুনিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের মাঝে এই ড্রেস বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার এর উপ-পরিচালক আবদুর রউফ ও স্পন্সর রোটারিয়ান মিজানুর রহমান মিজান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সাধারন সম্পাদক ও ক্রিকেট কমিটির সাধারন সম্পাদক আমিনুর রশীদ এমরান, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু সফিকুজ্জামান হিরাজ ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ। প্রধান অতিথি জেলা প্রশাসক সাবিনা আলম মিজানুর রহমান মিজানের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। মিজানুর রহমান মিজান ভবিষ্যতেও এ ধরনের সহায়তা করবেন বলে প্রতিশ্র“তি দেন।


     এই বিভাগের আরো খবর