,

বাগাউড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ প্রমানিত :ব্যবস্থা নিতে গড়িমসি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের অর্থনীতির শিক্ষকের নিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ প্রমানিত হবার পরেও ব্যবস্থা নিতে গড়িমসি। ফলে বহাল তবিয়তে চাকুরী করে যাচ্ছেন। এখন সচেতন মহলে তাঁর খুঁটির জোর নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এনিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে। জানাযায়, নবীগঞ্জ উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক মোঃ জাকারিয়া হোসেন নিবন্ধন সার্টিফিকেট জালিয়াতি করে ১ জুলাই ২০১০ ইংরেজী থেকে উক্ত উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি সবার চোখে ফাঁকি দিয়ে সরকারের খোষাঘার থেকে টাকা উত্তোলন করে নিয়মিত আত্বসাত করছেন। এব্যাপারে একজন অভিভাবকদের অভিযোগ এর কারনে বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এড.বদিউজ্জামান কে চিঠি দিয়ে বাংলাদেশ বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিকঠ নিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির অভিযোগটি জানান তদন্ত করে দেখার জন্য। এর প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে শিক্ষাতত্ব ও শিক্ষামান সহকারী পরিচালক লোকমান হোসেন ৪/১০/২০১৫ইং তারিখে তদন্ত প্রতিবেদনে ঐ শিক্ষকের সার্টিফিকেট জাল বলে জানিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জানান এবং বিষয়টি অবগতির জন্য বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এড.বদিউজ্জামান কে চিঠি দেন। কিন্তু বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এখনো শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেননি। এলাকাবাসী জানান ঐ শিক্ষক তার আপন চাচাতো ভাই হওয়ার কারনে সভাপতি নীরব ভূমিকা পালন করছেন। এনিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে আর শিক্ষকের দমোক্তি আমার ভাই স্কুলের সভাপতি। শিক্ষক মোঃ জাকারিয়া হোসেন নিবন্ধন সার্টিফিকেট জালিয়াতি সম্পর্কে বলেন, আমার ভাই স্কুলের সভাপতি তিনি বিষযটি দেখছেন। সার্টিফিকেট জালিয়াতি হলে সরকার ব্যবস্থা নিবে এতে কারো মাথা ব্যথা থাকার কথা নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি প্রতিবেদন এখনো দেখি নাই বা আমাকে কেউ অবগত করেনি। বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এড.বদিউজ্জামান বলেন, বিষয়টি আমরা কমিটি বসে সিন্ধান্ত নিয়েছি। কিছুদিনের মধ্যেই ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বিষয়টি প্রক্রিয়াদিন আছে।


     এই বিভাগের আরো খবর