,

নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩জন নিহত : মামুন পরিবহনের বাসে আগুন * মহাসড়ক অবরোধ * ২ ঘন্টা যানচলাচল বন্ধ

এম.এ আহমদ আজাদ/মতিউর রহমান মুন্না ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাওস্থ দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়েছেন। অটোরিক্সা চালকসহ আহত হয়েছেন আরো ৩ জন। এ ঘটনায় স্থানীয় বিক্ষোব্ধ জনতা মামুন পরিবহনের বাসটি আগুনে পুড়িয়ে দেয়। এসময় মহাসড়কের প্রায় ২ ঘন্টা সময় যানচলাচল বন্ধ থাকে। নিহতরা হলেন গজনাইপুর ইউনিয়নের কাছন মিয়ার স্ত্রী সফিনা বেগম (৪০) তার ফুফু মখলিছ বিবি (৬০) ও একই গ্রামের হান্নান মিয়ার ছেলে শেখ সুফিয়ান মিয়া (২৪)। আহতরা হলেন সাফী বেগম, অটোরিক্সা চালক জুবেল মিয়া ও হেলেনা বেগম। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুর ১ টার দিকে। আহতদেরকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার কান্দিগাঁও গ্রাম থেকে শেখ সুফিয়ান তার পরিবারের ৫ সদস্যকে নিয়ে অটোরিক্সা যোগে মহাসড়ক সংলগ্ন গোপলা রবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কে পৌঁছলে পুলিশ অটোরিক্সাটি ধাওয়া করে। চালক দ্রুত বিকল্প রাস্তায় যেতে চাইলে ঢাকা থেকে সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শেখ সুফিয়ানের ভাবী সফিনা বেগম নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অটোরিক্সার চালকসহ ৫ যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথে সুফিয়ানের ফুফু মখলুছ বিবি ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ান নিহত হন। এদিকে এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে মামুন পরিবহনের বাসটি ভাংচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। এসময় বিক্ষোব্দ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন, শেরপুর হাইওয়ে পুলিশসহ স্থানীয় ব্যক্তিবর্গ ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও আতœীয় স্বজননের কান্নায় বাড়ি হয়ে ওঠে দিনারপুরের বাতাস। নিহতদের আতœীয়রা জানান আজ সোমবার দুপুর ২টায় স্থানীয় কান্দিগাঁও ঈদগা প্রাঙ্গণে নিহতদের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।


     এই বিভাগের আরো খবর