,

চুনারুঘাটে বাঁশের সাকু আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দুর্বৃত্তরা ॥ জনদুর্ভোগ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল মানিকভান্ডার মধ্যস্থ মুড়ি ছড়ায় স্বেচ্ছাসেবায় নির্মিত বাঁশের সাঁকুটি আগুন দিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। যার ফলে বিপাকে পড়েছেন ওই সাকু দিয়ে চলাচলকারী হাজার হাজার জনসাধারণ। জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত্রে একদল দুর্বৃত্তরা পূর্ব শক্রতার জেরধরে ওই সাঁকুটি আগুনে পুড়ে ছাই করে দেয়। যা অনুমান লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। এলাকারবাসী সূত্রে জানা গেছে ওই এলাকার প্রভাবশালী বালু ভূমি খেকোরা যোগ সাজশে দুর্বৃত্তদের সহযোগী ওই সাঁকুটি রাতের আঁধারে পুড়ে ছাই করে দেয়। এলাকাবাসীরা দেখে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় বুঝা যায় যে বর্তমানও ওই এলাকার প্রভাবশালী চক্রদের লুকিয়ে রাখে। এলাকাবাসীদের প্রশ্ন এ বিষয়টি দেখার মত যেন কোন লোক নেই বলে মনে হয়। এই অমানবিক কাজটি করেছে কেননা ইতি পূর্বে তারা বেশ কয়েকবার সাঁকুটি ওঠানোর জন্য প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল সাঁকুটি পুড়ে ফেলার ফলে এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি গুইবিল বিজিবি ক্যাম থেকে দুধপাতিল সীমান্তে চলাচলের জন্য ওই সাঁকুটি একমাত্র নির্ভরশীল ছিল। এ নিয়ে কয়েকটি এলাকাবাসীর লোকজনরা প্রতিবাদ করতে গেলে দুর্তৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চুনারুঘাট থানায় এলাকাবাসীরা জোর দাবি জানান। উল্লেখ্য যে, ওই সাঁকুটি দিয়ে বাল্লা, আসামপাড়া, গাঁজা ফেনসিডিল পাচারকারী চক্ররা দুর্বৃত্তদের জড়িয়ে এ ঘটনাটি ঘটাছে বলে এলাকাবাসীর ধারণা। এ ব্যাপারে এলাকাবাসীরা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়াছেন।


     এই বিভাগের আরো খবর