,

হবিগঞ্জ শহরের বিভিন্ন বাসায় শিশুদেরকে দিয়ে করানো হচ্ছে গৃহপরিচারিকার কাজ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাসায় শিশুদেরকে দিয়ে গৃহপরিচারিকার কাজ করানো হচ্ছে। অনেকে পেটের দায়ে এসব কাজ করলেও শিশু শ্রমের বিষয়টি কেউ গুরুত্ব দিচ্ছে না। ফলে হবিগঞ্জে দিন দিন শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে। শুধু তাই নয়, বাসা-বাড়িতে কাজ করতে গিয়ে গৃহকর্তা কর্তৃক নির্যাতিত হচ্ছে শিশু শ্রমিকরা। আবার কেউ কেউ নির্যাতন সইতে না পেরে পালিয়ে যাচ্ছে। গত রবিবার সকালে হবিগঞ্জ শহরের জনৈক আইনজীবির বাসা থেকে জেপি (৭) নামের এক কাজের শিশু নিখোঁজ হয়ে যায়। সে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের সাহাবুদ্দিনের কন্যা। তার নিখোঁজের বিষয়টি শহরে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। গতকাল সোমবার আনোয়ারপুর বাইপাস এলাকায় ওই শিশুটিকে কাঁদতে দেখে লোকজন ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের নিকট জিম্মায় দেন। বিকালে ওই বাসার মালিক পিয়ারা বেগমের নিকট থেকে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে তাকে ফিরে দিবেন বলে আইনজীবি নিয়ে যান। এব্যাপারে পিয়ারা বেগম জানান, শিশুটিকে রনি নামের এক যুবকের জিম্মায় দেয়া হয়েছে। তিনি বলেছেন শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবেন।


     এই বিভাগের আরো খবর