,

৩০শে ডিসেম্বর ২৩৬ পৌরসভায় নির্বাচন : আজ তফসিল ঘোষনা

সময় ডেস্ক ॥ আগামী ৩০শে ডিসেম্বর দেশের ২৩৬টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ এ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে ইসি’র এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৯শে নভেম্বর শুধু মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান রেখে পৌরসভা (সংশোধন) আইন-২০১৫ বিল পাস হয়। পরে প্রেসিডেন্ট এতে সম্মতি দিলে ২১শে নভেম্বর পৌরসভা (সংশোধন) আইন গেজেট আকারে প্রকাশ করা হয়। গত রোববার সকালে দলীয়ভাবে মেয়র নির্বাচনের বিধান সংক্রান্ত স্থানীয় সরকারের পৌরসভা আইনের সংশোধনীর গেজেট কমিশনে এসে পৌঁছায়। সেদিনই তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। গতকাল সন্ধ্যায়ই তা ভেটিং হয়ে কমিশনে এসে পৌঁছায়। এরপর সিইসি’র নেতৃত্বে বৈঠক করে কমিশন। বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, ৩০শে ডিসেম্বর ভোটের দিন ঠিক হয়েছে। কাল সিইসি তফসিল ঘোষণা করবেন। স্থানীয় সরকার আইন সংশোধনের পর এবারই প্রথম পৌর নির্বাচনে মেয়র পদে রাজনৈতিক দলের নেতারা সংসদ নির্বাচনের মতো দলীয় প্রতীক নিয়ে ভোট চাইবেন। শুরুতে সব পদে নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত নিয়ে আইন সংশোধন হলেও পরে কাউন্সিলরদের বাদ রেখে পুনর্বার সংস্কার আনা হয় আইনে। ফলে কাউন্সিলর পদে ভোট হবে আগের মতোই নির্দলীয়ভাবে। বর্তমানে বাংলাদেশে তিন শতাধিক পৌরসভা রয়েছে। এর মধ্যে ডিসেম্বরে ২৪০টির বর্তমান মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে ২৩৬টিতে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। এসব পৌরসভায় মোট ভোটার প্রায় ৭০ লাখ। গড়ে প্রতি পৌরসভায় সাধারণ ওয়ার্ড ১১টি, সে হিসাবে নির্বাচন উপযোগী পৌরসভায় ওয়ার্ড থাকবে প্রায় আড়াই হাজার। ২৩৬ জন মেয়রের পাশাপাশি আড়াই হাজার সাধারণ কাউন্সিলর এবং আট শতাধিক সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচন করবেন ৭০ লাখ ভোটার।


     এই বিভাগের আরো খবর