,

নবীগঞ্জে চাচাতো ভাইদের হামলায় যুবলীগ নেতা নিহত

এম.এ আহমদ আজাদ/আলী হাছান লিটন/মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর গ্রামে ধান কাটা ও ভাগবাটোয়ারা নিয়ে আপন চাচা ও চাচাতো ভাইদের হাতে খুন হলেন পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা ইকবাল হোসেন (৩৪)। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৩০মিনিটে। নিহত ইকবাল ওই গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র। এঘটনায় ইকবালের দুই সহোদরসহ আহত হয়েছে আরোও ৫ জন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পৌর এলাকার নহরপুর গ্রামের আঙ্গুর মিয়ার ও তার আপন ভাই বজলু মিয়া যৌথ জমির ধান কেটে বাড়িতে আনার পর গতকাল বৃহস্পতিবার সকালে ভাগবাটোয়ারা নিয়ে আঙ্গুর মিয়ার বড় ছেলে ইকবাল ও তার চাচাতো ভাই বাবলুর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুর দেড় টার দিকে ২০/২৫জন লোক ইকবালদের বাড়িতে আক্রমন চালায়। এসময় ইকবাল ও তার দুই ভাই দিলওয়ার হোসেন এবং লাভলু মিয়া ঘর থেকে বেড়িয়ে আসলে তাদের উপর এলোপাতারি ভাবে আক্রমন চালানো হয়। এক পর্যায়ে বাড়ির উঠানে ইকবালকে মাটিতে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ইকবাল মৃত্যুবরণ করে। এদিকে এ ঘটনায় গুরুতর আহত ইকবালের ছোট ভাই দিলওয়ার (২৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত লাভলু মিয়া (২৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে হবিগঞ্জের এ.এস.পি শহীদুল ইসলাম ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় এ.এসপির নির্দেশে বজলু মিয়ার বাড়ী থেকে ৩টি মোটর সাইকেল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে রিপন মিয়া নামের এক যুবককে আটক করা হয়। এদিকে নিহত ইকবালের পিতা আঙ্গুর মিয়া জানান, যৌথ জমিনের ধান ভাগ বাটোয়ারা নিয়ে তার আপন ভাই বজলু মিয়া ও ভাতিজা বাবলু, আফজল, নোমান, লিটন, ছোটন, রিপন, আব্দুর রুপ, আওয়াল, আলকাছ গংরা অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালিয়ে তার চোঁখের সামনে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি তার ছেলে হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবী জানান। এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান জানান, নিহত ইকবাল মিয়া ও তার চাচা বজলু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার দুপুরে ধান ও খড় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে।


     এই বিভাগের আরো খবর