,

শেভরন-এর অর্থায়নে দীঘলবাক স্কুলে সীমানা প্রাচীর নির্মাণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলায় শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে নির্মিত দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীমানা প্রাচীর উদ্বোধন করেন শেভরন বাংলাদেশ-এর ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন ৪নং দীঘলবাক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশ-এর সিনিয়র কো-অর্ডিনেটর ইমাম হাসান ও সিনিয়র কো-অর্ডিনেটর আব্দুল লতিফ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক শিবলী, প্রধান শিক্ষক নিজামুল ইসলামসহ শিক্ষকবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সীমানা প্রাচীর নির্মাণে সহায়তা করার জন্য শেভরন বাংলাদেশ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে এই সীমানা প্রাচীর ও প্রবেশ ফটক (গেট) নির্মাণের ফলে স্কুল কর্তৃপক্ষ স্কুলের নিরাপত্তাসহ যাবতীয় নিয়ন্ত্রণ করতে পারবে বলে আশা প্রকাশ করেছে। উল্লেখ্য, শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন নির্মাণ, টিউবওয়েল স্থাপন এবং ফার্নিচার হস্তান্তর করা হয়। এছাড়াও ৩ জন শিক্ষক নিয়োগসহ তাদের অন্যান্য সুবিধাদি প্রদান করা হয়। ৬৮ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও উপকরণ এবং স্কুল কর্তৃপক্ষকে খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর