,

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা গুরুতর আহত মুমূর্ষ অবস্থায় সিলেট থেকে ঢাকায় প্রেরন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলীর অবস্থা আশংকাজনক। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি গত ৪দিন ধরে। তার অবস্থার অবনতি ঘটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সি.এম.এস হাসপাতালে প্রেরন করা হয়েছে। জানা যায়, গত ২১শে নভেম্বর শুক্রবার অনুমান দেড়টার দিকে উপজেলার উমরপুর গ্রামের বীর ম্ুিক্তযোদ্ধা শাহ আবিদ আলী (৬০) গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের শফিকুল, লুৎফুর, মুহিবুর, মিজান, ইমরান সহ ১৫/১৬ জনের একদল লোক তার উপর হঠাৎ অর্তকিত হামলা চালায়। হামলাকারীদের বেপরোয়া আক্রমনের শিকার হয়ে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে তিন দিন চিকিৎসা শেষে গতকাল তাকে ঢাকা সি.এম.এস হাসপাতালে প্রেরন করেন। হামলার কারন হিসাবে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলীর উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকেরা। এরই প্রেক্ষিতে তার উপরে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আহত মুক্তিযোদ্ধার সন্তান শাহ অপু আহমদ ও তার পরিবার। এ ঘটনায় নবীগঞ্জ থানায় উল্লেখিত ব্যক্তিদের বিরোদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছেন আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর