,

নবীগঞ্জে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ শহরের বিভিন্ন চালের দোকান ও অটো রাইস মিলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সকালে প্লাাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ১টি অটো রাইস মিল ও ৪টি চালের আড়তে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন। জানা যায়, পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, (২০১০) ধারা মোতাবেক নবীগঞ্জ শহরের সেবা অটো রাইস মিল ও জননী চালের আড়তসহ ৪টি চালের আড়তে অভিযান চালিয়ে মোট ৪হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।


     এই বিভাগের আরো খবর