,

পৌর নির্বাচন নিয়ে চ্যালেঞ্জের মুখে আওয়ামী লীগ-বিএনপি

সময় ডেস্ক ॥ আসন্ন পৌর নির্বাচনে দলীয় একক প্রার্থী দেয়া নিয়ে আওয়ামী লীগ-বিএনপি দুই প্রধান দলই চ্যালেঞ্জের মুখে। সরকারের সামনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখাই আসল চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দশম জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট নির্বাচনী অস্বস্তি কাটিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা পাবে তেমনি তা বাড়তেও পারে। তার ওপর নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে থাকা দলের বিদ্রোহীরা। অন্যদিকে গ্রেপ্তার এড়িয়ে নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সক্রিয় রাখাটাই প্রধান চ্যালেঞ্জ বিএনপির সামনে। সেই সঙ্গে রয়েছে চূড়ান্ত প্রার্থীর মনোনয়নপত্র টিকিয়ে রাখা, দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ, জোটের সঙ্গে সমঝোতার মাধ্যমে ফলাফল অনুকূলে আনার নানামুখী চ্যালেঞ্জ। পর্যবেক্ষকরা বলছেন, সরকারের সামনেও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আসন্ন পৌর নির্বাচন। বর্তমান সরকারের অধীনে দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। সে নির্বাচন নিয়ে এখনও অস্বস্তি কাটেনি সরকারের। নতুন নিয়মের কারণে বিরোধী দল দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। সরকারের সামনে একদিকে বিপুল বিজয়ের মাধ্যমে তৃণমূলে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের তাগিদ অন্যদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজন ও পরিচালনার মাধ্যমে গ্রহণযোগ্যতা প্রমাণের তাগিদ রয়েছে। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ওপরই এখন দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক মহলের চোখ। সরকার কি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রমাণ রাখার পাশাপাশি নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করতে পারবে। জাতীয় নির্বাচনের অস্বস্তি কাটিয়ে পারবে কি নিজেদের ওপর থেকে আন্তর্জাতিক মহলের চাপ কমাতে? বিরোধী রাজনীতির কারণে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কমবেশি ঐকমত্য থাকলেও সরকারি দল হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে রয়েছে জনপ্রতিনিধি হবার জোর প্রতিযোগিতা। বেশির ভাগ পৌরসভায় রয়েছে দলটির একাধিক প্রার্থী। বিদ্রোহী প্রার্থীদের ম্যানেজ করা এবং দলীয় প্রার্থীদের বিজয়ী করাও সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ বলেছেন, টেস্ট কেস হিসেবে পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন ও সরকারকে সুযোগ দিচ্ছি।


     এই বিভাগের আরো খবর