,

এমপি মুনিম চৌধুরী বাবু’র উন্নয়ন কর্মকান্ডে বদলে যাচ্ছে নবীগঞ্জ-বাহুবলের সার্বিক চিত্র : চলতি অর্থবছরে বরাদ্ধ ৬ কোটি টাকা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নের রূপকার এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। প্রতিনিয়তই গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন তিনি। করছেন রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন। বিশেষ করে শিক্ষা খাতে প্রসারিত হাতে দিচ্ছেন বিশেষ বিশেষ বরাদ্ধ। এছাড়াও তার একান্ত প্রচেষ্টায় দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক পল্লী গ্রাম হয়েছে বিদ্যুতের আলোয় আলোকিত। ধারাবাহিক এ উন্নয়ন কর্মকান্ডের ফলে মাত্র দুই বছরের ব্যবধানেই পাল্টে গেছে নবীগঞ্জ-বাহুবলের সার্বিক চিত্র। এ অভিমত জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের। গতকাল শনিবার এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর সাথে আলাপকালে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা জানান। তিনি আরো জানান, চলতি অর্থবছরেও নবীগঞ্জ-বাহুবলবাসীর জন্য তিনি নিয়ে এসেছেন ৬ কোটি টাকার বরাদ্ধ। এ বরাদ্ধ থেকে নবীগঞ্জ-বাহুবলে ওজওউচ এর মাধ্যমে বিভিন্ন সড়কের কাজ করা হবে। নবীগঞ্জ উপজেলার রাস্তাগুলো হল, কুর্শি বাসস্ট্যান্ড এমপি আব্দুল মুনিম সড়ক ভায়া কুর্শি মোকাম সড়ক ভায়া রব্বান খাঁন সড়ক সংস্কারের জন্য ৬৫ লক্ষ ২৫ হাজার ২শ ৭৩ টাকা, সদরঘাট নতুন বাজার টু ইটাখোলা ইসলামপুর সড়ক সংস্কারের জন্য ৪৬ লক্ষ ৪৪ হাজার ৭শ ৮৯ টাকা, নবীগঞ্জ-শেরপুর সড়ক মাছপাড়া ভায়া সৈয়দপুর সড়ক সংস্কারের জন্য ৩৭ লক্ষ ১৯ হাজার ২৯ টাকা, ইনাতগঞ্জ বাজার টু ইনাতগঞ্জ কলেজ বাইপাস সড়ক সংস্কারের জন্য ৩৪ লক্ষ ৭৪ হাজার ৩ শ টাকা, গোপলার বাজার-গোরারাই বাজার সড়ক বৈঠাখাই ফকির বাড়ি ভায়া মোকাম সড়ক সংস্কারের জন্য ৩০ লক্ষ ৫১ হাজার ৯৭ টাকা, নবীগঞ্জ-হবিগঞ্জ সড়ক-পুরানগাঁও হালিম উল্লার বাড়ি টু পুরানগাঁও দক্ষিনের সড়ক সংস্কারের জন্য ২৮ লক্ষ ৬৮ হাজার ১শ ৮৮ টাকা, সৈয়দপুর-ইনাতগঞ্জ সড়ক ও কামারগাঁও-দূর্গাপুর বাজার-নুরগাঁও মাদ্রাসা সড়ক সংস্কারের জন্য ৪৬ লক্ষ ৪৪ হাজার ৯শ টাকা, সৈয়দপুর-ইনাতগঞ্জ সড়ক কামারগাঁও-দূর্গাপুর বাজার-নুরগাঁও মাদ্রাসা সড়কের কালভার্ট বাবত আরো ১ লক্ষ ১৪ হাজার ৮শ ৮৩ টাকা, নবীগঞ্জ-রুদ্রগাম সড়ক চৌধুরী বাজার ভায়া নিজচৌকি সড়ক সংস্কারের জন্য ৫৭ লক্ষ ৮০ হাজার ৭শ ২৬ টাকা ও জুবেদা খাতুন এতিমখানা সড়ক-হৈবতপুর ভায়া জহুরপুর সড়ক সংস্কারের জন্য ২৪ লক্ষ ৫৪ হাজার ৪শ ২৬ টাকা। বাহুবল উপজেলার সড়কগুলো হল, মিরপুর-তুঙ্গেশ্বর-সাটিয়াজুরী সড়ক সংস্কারের জন্য ৩৩ লক্ষ ২১ হাজার ৭শ ৪০ টাকা, নন্দনপুর-লামাগাঁও-জাঙ্গালিয়া সড়ক সংস্কারের জন্য ২৩ লক্ষ ২ হাজার ৮০ টাকা, বাহুবল-রামপুর রোড ভায়া নোয়াগাঁও জয়নাবাদ মৌরি সড়ক সংস্কারের জন্য ৩৬ লক্ষ ৭৪ হাজার ৯শ ৭৩ টাকা, বাহুবল উপজেলা পরিষদ থেকে করাঙ্গী নদীর সড়ক ভায়া শফিক সাহেবের বাড়ি পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ১৮ লক্ষ ৫১ হাজার ৯শ ৬০ টাকা, একই সড়কে আরসিসি বড় কালভার্ট নির্মাণের জন্য ৩ লক্ষ ৯৭ হাজার ৭শ ১৯ টাকা, ইসলামপুর-গোয়ালগাঁও-সুন্দ্রাটিকি-পশ্চিম ভাদেশ্বর-কসবা-করিমপুর সড়ক সংস্কারের জন্য ৪ লক্ষ ৬৪ হাজার ১শ ৬০ টাকা ও উপজেলার অবহেলিত জনপদের বহু প্রত্যাশিত ভূগলি টু লাকুড়িপাড়া সড়ক সংস্কারের জন্য ৪৪ লক্ষ ৫ হাজার ৯শ ৫২ টাকা ও সড়ক সংস্কার কাজ ছাড়াও আরো বিভিন্ন উন্নয়ন প্রকল্প।


     এই বিভাগের আরো খবর