,

শেভরন কর্তৃক ইনাতগঞ্জ ও আউশকান্দিতে ৯০ সেট স্যানিটারী ল্যাট্রিন বিতরণ

আলী হাছান লিটন ॥ বিবিয়ানা গ্যাসকূপ সংলগ্ন চারটি ইউনিয়নে শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে স্যানিটেশন প্রকল্পের আওতায় স্যানিটারী ল্যাট্রিন সেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইনাতগঞ্জ ও জনাব আব্দুল লতিফ ও জনাব কামরুজ্জামান রিপন, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, আউশকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগীগণ। ইউপি চেয়ারম্যানগণ দরিদ্র মানুষের মাঝে স্যানিটারী ল্যাট্রিন সেট বিতরণ করার উদ্যোগ নেয়ার জন্য শেভরন বাংলাদেশ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সহায়তা কমিউনিটিতে দরিদ্র মানুষের স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও পরিবেশ অবস্থার উন্নতি করতে সাহায্য করবে বলে ইউপি চেয়ারম্যানদ্বয় জানান। উল্লেখ্য, চলতি বছরে চারটি ইউনিয়নে নয়শ’ দরিদ্র পরিবারের মাঝে নয়শ’ সেট স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হবে।


     এই বিভাগের আরো খবর