,

চুনারুঘাটে চা-শ্রমিকদের মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইকনোমিক জোন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চা-শ্রমিকরা। গতকাল সোমবার সকালে উপজেলার চান্দপুর ও বেগমখান চা বাগানের শ্রমিকরা পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে প্রস্তাবিত আমতলীর ইকনোমিক জুনের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক অভিরত বাকতির সভাপতিত্ব ও শ্রমিক নেতা স্বপন সাওতালের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নৃপেন পাল, চান্দপুর চা-বাগানের পঞ্চায়েত সাধন সাওতাল, কাঞ্চন পাত্র, সূর্য কুমার, সাধন সাঁওতাল, লীচরণ বাকতি প্রমুখ। বক্তারা চান্দপুর চা বাগান ও বেগমখান চা বাগানের ধান্যজমিতে ইকোনমিক জোন স্থাপন না করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন কামনা করছি। আমাদের বাব-দাদাদের আমল থেকেই এই জমিতে ফসল করে আসছি। অতএব আমাদের জীবন থাকতে এই জমি দিব না।


     এই বিভাগের আরো খবর