,

নবীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। পরে ‘বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন’- এ স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের যোগাযোগ কর্মী কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসেন। এতে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক খাঁন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটিএম সালাম, কাউন্সিলর সুন্দর আলী, নবীগঞ্জ মর্ডান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এম এ আওয়াল, সাংবাদিক মতিউর রহমান মুন্না। আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, সম্প্রতি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ড যাওয়ার সময় অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। দালালরা মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা আদায় করে বিদেশ পাঠায় পরে বন্দি করে রেখে মুক্তিপনের জন্য আরো টাকা চায় এবং আদায় করে। এসব দালালদের থেকে বিরত থাকার আহবান জানান। তারা আরো বলেন- আমাদের দেশের অদিকাংশ মানুষ কোন প্রকার হাতের কাজ না শিখে বিদেশ পাড়ি দেয়। যার কারণে বিদেশে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিদেশ গিয়ে কোন প্রকার ভাল কাজ না পেয়ে শেষ পর্যন্ত সুইপারের কাজ করতে হয়। এসব কাজে পরিশ্রম বেশী কিন্তু বেতন কম। তিনি আরো বলেন, আমরা যদি আমাদের দেশের জনগণকে হাতের কাজ শিখিয়ে দক্ষ জনশক্তি হিসেবে রপ্তানি করতে পারি তা হলে বিদেশে যেমন আমাদের কদর বাড়বে তেমনি বেতনও বেশী পাবে।


     এই বিভাগের আরো খবর