,

বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ কলেজ ছাত্র নিহত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার নয়াপাতারিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় কমপক্ষে ১০ জন লোক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া (২২) নয়াপাতারিয়া গ্রামের টেনু মিয়ার পুত্র এবং বৃন্দাবন সরকারী কলেজের ডিগ্রী ৪র্থ বর্ষের ছাত্র। পুলিশ সুত্রে জানা যায়, ওই গ্রামের টেনু মিয়ার সাথে একই গ্রামের তারা মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় টেটাবিদ্ধ অবস্থায় কলেজ ছাত্র সেলিম মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় কমপক্ষে ১০ জন। খবর পেয়ে হবিগঞ্জ ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত বারিক মিয়া ও শামীম মিয়াকে টেটাবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোহেল মিয়া নামে অপর এক আহতকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার বিকালে ময়নাতদন্ত শেষে সেলিম মিয়ার লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামে টান টান উত্তেজনা বিরাজ করছে। গ্রেফতার আতংকে পুরুষশূণ্য হয়ে পড়েছে এক পক্ষ। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীদের ধরতে অভিযান চলছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি।


     এই বিভাগের আরো খবর