,

নবীগঞ্জে শীতজনিত নানা রোগের প্রকোপ বৃদ্ধি

রিপন দেব ॥ ঋতুচক্রে শীতের আগমনের সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক হলেও সামনের দিনগুলোতে শীত আরো বাড়ার আশঙ্কা থাকায় এ ঝুঁকি থেকে মুক্ত নন কোনো বয়সের মানুষই। বিশেষজ্ঞরা বলছেন, একটু সচেতন হলেই ঋতু পরিবর্তনজনিত এসব রোগ থেকে বাঁচা যায়। বিশেষ করে শিশুদের সুস্থ রাখতে মায়েদের বেশি সতর্ক থাকার পরামর্শ তাদের। শীত বাড়ার সাথে সাথে বিভিন্ন রোগে আক্রান্ত শিশু ও নবজাতকের সংখ্যা বাড়ছে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব শিশুর অধিকাংশই ভুগছে সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে। হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় শীত ও ঠান্ডাজনিত রোগ থেকে মুক্ত নন বয়স্করাও। পরিবেশ দূষণ, জীবনাচরণের পরিবর্তনসহ নানা কারণ এসব উপদ্রব বৃদ্ধির জন্য দায়ী, বলছেন চিকিৎসকরা। মৌসুমি এসব রোগ থেকে বাঁচতে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছেন তারা। শীতজনিত রোগের বেশিরভাগই স্বল্পমেয়াদী ও সহজ চিকিৎসায় সেরে যায় বিধায় বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক কিংবা অন্য যেকোনো ওষুধ সেবন না করার পরামর্শ চিকিৎসকদের।


     এই বিভাগের আরো খবর