,

নবীগঞ্জ পৌর নির্বাচন সম্পন্ন – ধানের শীষের বিজয়

উত্তম কুমার পাল হিমেল/মতিউর রহমান মুন্না ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে গতকাল নবীগঞ্জ পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন। সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে থাকেন। প্রথমে ভোটার উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘœ করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর। তবে শ্বাশুরীর ভোট জাল করে দিতে গিয়ে কেন্দ্রে আটক হন হেলেনা বেগম নামের এক গৃহবধু। পরে তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজেস্ট্রিট। নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনিত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী (ধানের শীষ) প্রতীকে ৫ হাজার ৬শত ২১ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী (নৌকা) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭ শত ৭৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী জাহাঙ্গীর রানা (জগ) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯ শত ৭৫ ভোট। জাপার মনোনিত প্রার্থী মাহমুদ চৌধুরী (লাঙ্গল) প্রতীকে ৮৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল জোবায়ের চৌধুরী (মোবাইল) পেয়েছেন ৩৫ ভোট। কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মোঃ জাকির হোসেন (উট পাখি) প্রতীকে ৬শত ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মিজানুর রহমান মিজান (পাঞ্জাবী) প্রতীকে ৪৭৮ ভোট ও সাবেক কাউন্সিলর মোঃ জয়নাল আবেদিন (পানির বোতল) প্রতীকে ১৫০ ভোট পেয়েছেন। ২ নং ওয়ার্ডে মোঃ সুন্দর আলী (উট পাখি) প্রতীকে ৩ শত ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিয়ামুল হক (ডালিম) প্রতীকে ৩ শত ৫৬ ভোট, মোঃ আবুল মিয়া (পানির বোতল) প্রতীকে ২ শত ৭৪ ভোট, মোঃ আলমগীর মিয়া (পাঞ্জাবী) প্রতীকে ১ শত ৪০ ভোট, মাহবুবুর রহমান ময়না (গাজর) প্রতীকে ৮৬ ভোট, আব্দুল হাদি (টেবিল ল্যাম্প) প্রতীকে ৮০ ভোট পেয়েছে। ৩ নং ওয়ার্ডে সাবেক কমিশনার মোঃ আব্দুস সালাম (ডালিম) প্রতীকে ৬ শত ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ রেজভী আহমদ খালেদ (পাঞ্জাবী) প্রতীকে ৫ শত ৭২ ভোট, মোঃ ওহি দেওয়ান চৌধুরী (উট পাখি) প্রতীকে ৯২ ভোট, মোঃ নুর মিয়া (পানির বোতল) প্রতীকে ৪৪ ভোট পেয়েছেন। ৪ নং ওয়ার্ডে প্রানেশ চন্দ্র দেব (টেবিল ল্যাম্প) প্রতীকে ৮ শত ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী যুবরাজ গোপ (উট পাখি) ৭ শত ১০ ভোট, মুক্তার হোসেন (পানির বোতল) ৪৯ ভোট, সায়র কুমার দাশ (ডালিম) প্রতীকে পেয়েছেন ১২ ভোট ও শফিকুল ইসলাম (পাঞ্জাবী) প্রতীকে ০৭ ভোট পেয়েছেন। ৫ নং ওয়ার্ডে ২ বারের নির্বাচিত কাউন্সিলর এটি এম সালাম (টেবিল ল্যাম্প) ৭শত ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লুৎফর রহমান মাখন (পানির বোতল) প্রতীকে ৫ শত ৩৫ ভোট, ইছমত আলী (উট পাখি) প্রতীকে ৭৪ ভোট, আছমা বেগম (ফাইল কেবিনেট) প্রতীকে ০৬ ভোট পেয়েছেন। ৬ নং ওয়ার্ডে জায়েদ চৌধুরী (উট পাখি) প্রতীকে ৪শত ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল গনি চৌধুরী সোহেল (ডালিম) প্রতীকে ৩ শত ৬৭ ভোট, শেখ আবুল কাশেম (টেবিল ল্যাম্প) প্রতীকে ২ শত ৭ ভোট, মিজানুর রহমান চৌধুরী মিতু (পাঞ্জাবী) প্রতীকে ১শত ভোট, আজিল মিয়া চৌধুরী (ব্লাক বোর্ড) প্রতীকে ৬০ ভোট, রথীন্দ্র মালাকার (পানির বোতল) প্রতীকে ৪৭ ভোট, শাহেদুল ইসলাম চৌধুরী রিপন (গাজর) প্রতীকে ২৮ ভোট, আঃ আহাদ চৌধুরী (ঢেরস) প্রতীকে ১২ ভোট ও জয়নাল আবেদিন (স্কু-ডাইভার) প্রতীকে ৯ ভোট পেয়েছেন। ৭ নং ওয়ার্ডে মোঃ কবির মিয়া (উট পাখি) প্রতীকে ৭ শত ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি রুহুল আমিন রফু (পানির বোতল) প্রতীকে ৬ শত ৪২ ভোট পেয়েছেন। ৮ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র বাবুল চন্দ্র দাশ (টেবিল ল্যাম্প) প্রতীকে ৬ শত ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সন্তোষ দাশ (পানির বোতল) প্রতীকে ৬শত ২১ ভোট, আলমগীর হোসেন চৌধুরী (উটপাখি) প্রতীকে ৯৪ ভোট ও তপন জ্যোতি দে (পাঞ্জাবী) প্রতীকে ৪৭ ভোট পেয়েছেন। ৯ নং ওয়ার্ডে ৩ বারের নির্বাচিত কাউন্সিলর মোঃ আলাউদ্দিন (টেবিল ল্যাম্প) প্রতীকে ৪ শত ৫০ ভোট পেয়ে ৪র্থ বারের মত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ শাহনুর আলম ছানু (পানির বোতল) প্রতীকে ৪ শত ৩৯ ভোট, ফজল আহমদ চৌধুরী (পাঞ্জাবী) প্রতীকে ৪ শত ৬ ভোট, মোঃ নকুল মিয়া তালুকদার (উট পাখি) প্রতীকে ১ শত ৫৮ ভোট ও মোঃ লিল খাঁ (গাজর) প্রতীকে ১০ ভোট পেয়েছেন। এছাড়া সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী- ১, ২ ও ৩নং ওয়ার্ডে এ ফারজানা আক্তার পারুল (কাঁচি) প্রতীকে ২ হাজার ২ শত ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি জাকিয়া আক্তার লাকি (ভ্যানেটি ব্যাগ ) প্রতীকে ১ হাজার ৫ শত ৩৭ ভোট পেয়েছেন। ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে রোকেয়া বেগম (ভ্যানেটি ব্যাগ) প্রতীকে ১ হাজার ৪ শত ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পূর্নিমা রাণী দাশ (পুতুল) প্রতীকে ১ হাজার ৫৪ ভোট, ২ বারের নির্বাচিত কাউন্সিলর যুতিকা রাণী দাশ (মৌমাছি) প্রতীকে ৯ শত ৫৯ ভোট, সামারুন বেগম (কাঁচি ) প্রতীকে ৫ শত ৬৭ ভোট পেয়েছেন। ৭,৮,৯ নং ওয়ার্ডে সৈয়দা নাসিমা বেগম (কাঁচি) প্রতীকে ১ হাজার ৯ শত ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুলন দাশ (হারমোনিয়াম) প্রতীকে ১ হাজার ৩শত ২৮ ভোট ও শেলী বেগম (ভ্যানিটি ব্যাগ) প্রতীকে ৮ শত ৪৪ ভোট পেয়েছেন।


     এই বিভাগের আরো খবর