,

শেভরন কর্তৃক নবীগঞ্জে ইউনিয়ন পরিষদের নিকট ক্রীড়া সামগ্রী হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরন বাংলাদেশ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়ন পরিষদকে ক্রীড়া সামগ্রী প্রদান করেছে। আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী তুলে দেন শেভরন বিবিয়ানা গ্যাসপ্ল্যান্ট সুপারিন্টেনডেন্ট বিলি জনস্টন। এসময় আরো উপস্থিত ছিলেন ম্যানেজার (ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার সরকার, ফ্যাসিলিটিজ এন্ড ট্রান্সপোর্ট সুপারভাইজার বিপ্লব কর্মকার, সিনিয়র কো-অর্ডিনেটর (ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট) কামরুজ্জামান রিপন, আব্দুল লতিফ ও ইমাম হাসান। অনুষ্ঠানে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন ও দীঘলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালিক মিয়া সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় যুবক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে শেভরন বিবিয়ানা গ্যাসপ্ল্যান্ট সুপারিন্টেনডেন্ট বিলি জনস্টন গ্যাসপ্ল্যান্ট সংলগ্ন কমিউনিটির সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব্ দেন। শেভরনের ৩টি ফিল্ডেই কমিউনিটির সাথে সুসম্পর্ক বজায় রাখা হয় বলে তিনি উল্লেখ করেন। একইসাথে গ্যাসপ্ল্যান্টের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সহযোগিতার দ্বার খোলা রাখার অভিব্যক্তি প্রকাশ করেন বিলি জনস্টন। ক্রীড়া সামগ্রীর মধ্যে ৪০টি ফুটবল, ১৪৪সেট জার্সি, ৩৫টি ক্রিকেট ব্যাট ও ১০০টি ক্রিকেট বল রয়েছে।


     এই বিভাগের আরো খবর