,

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র রক্ষার জন্য প্রস্তুত রয়েছে আওয়ামীলীগ -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সকল ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র রক্ষার জন্য প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ। বিএনপি গণতন্ত্র ন্যাসাৎ করতে হেফাজতে ইসলামকে ব্যবহার করে দেশে জ্বালাও-পুড়াও আন্দোলন করে হত্যার রাজত্ব কায়েম করেছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তায় ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফলে গণতন্ত্র আরও সুদৃঢ় হয়। দুর্নীতির রাষ্ট্র পরিবর্তন হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হয়। ফলে জনগণ এই সরকারের সাথেই রয়েছে। বিএনপিকে মতায় যেতে হলে ২০১৯ সালের অপো করতে হবে। সেই নির্বাচনেও যদি তারা পরাজিত হয় তখন ২০৪১ সাল পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। ততোদিনে আওয়ামী লীগ দেশকে পর্যায়ক্রমে মধ্যম আয়ের দেশে এবং পরে উন্নত দেশে রূপান্তর করবে। গতকাল সন্ধ্যায় গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান বলেন, বিএনপি নেতারাও এখন অপসোস করেন, ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে তারা ভুল করেছেন। জনগণের রায়কে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। বিএনপি সেই ভুল থেকে যদি শিক্ষা না নেয় তাহলে ভবিষ্যতে তারা আরও জনবিচ্ছিণœ হবে। সাম্প্রতিক নির্বাচনগুলোতে অংশগ্রহণে মনে হয়েছে তাদের সুমতি হয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, আওয়ামী লীগ নেতা এডভোকেট আফিল উদ্দিন, সজীব আলী, অনুপ কুমার দেব মনা, এডভোকেট আতাউর রহমান, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ্ ফখরুজ্জামান, এডভোকেট চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, সৈয়দ কামরুল হাসান, হুমায়ুন কবীর রেজা, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পিপি এম. আকবর হোসেইন জিতু, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর