,

অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল মান্নান আর নেই

বানিয়াচং প্রতিনিধি ॥ জাতীয় সংসদ এর সাবেক সার্জেন্ট এ্যাট আর্মস অবসর প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মরহুম মোঃ মস্তরা আলীর জৈষ্ঠ্য পুত্র জাতীয় সংসদ এর সাবেক সার্জেন্ট এ্যাট আর্মস অবসর প্রাপ্ত পুলিশ সুপার, হবিগঞ্জ কালীবাড়ি রোডস্থ ওরিয়েন্টাল ব্যাংক (সাবেক আলবারাকা) বিল্ডিং এর স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুল মান্নান ৭ জানুয়ারী সকাল সাড়ে ৬ টায় ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ২ ভাই, ৩ বোন সহ বহু আতœীয়-স্বজন, গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। মরহুমের ছোট মেয়ে লুনা’র স্বামী ছাতক-দোয়ারা বাজার এর সংসদ সদস্য মহিবুর রহমান মানিক। ৭ জানুয়ারী বাদ আছর মরহুমের ঢাকার মিরপুরস্থ নিজ বাসার এলাকাধীন জামে মসজিদে ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাতেই মরহুমের লাশ হবিগঞ্জস্থ বাসায় নিয়ে আসা হয়েছে। ৮ জানুয়ারী শুক্রবার সকাল ৮টায় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে ২য় জানাজা শেষে মহাগ্রাম বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার¯’ ওয়াকফ এস্টেট মাঠে বাদ জুম’আ ২টায় ৩য় জানাজা শেষে মিয়াখানীস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বানিয়াচঙ্গের কৃতিসন্তান মোঃ আব্দুল মন্নান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক ডা: মুশফিক হোসেন চৌধুরী ও হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রদত্ত বিবৃতিতে মরহুমের আতœার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।


     এই বিভাগের আরো খবর