,

নবীগঞ্জে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত-পারকুল গ্রামে বাউল গানের নামে জুয়া খেলার ঘটনায় ক্ষোভ

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়াম্যান মোঃ আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, টিএইচও ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খান, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আনোয়ারুর রহমান, আব্দুল মুক্তাদির চৌধুরী, এডভোকেট জাবিদ আলী, নজরুল ইসলাম, আব্দুল বাতেন, সমর চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাপা সদস্য সচিব মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটিএম সালাম, শেখ ছৈফা বেগম কাকলী প্রমূখ। সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি, শহরে তীব্র যানজট, বাউল গানের নামে জুয়া খেলাসহ নানা বিষয়ে আলোচনা হয়। আলোচনান্তে এলাকার আইনশৃংখলা রক্ষার্থে কার্যত পদক্ষেপ নেয়ার জন্য অফিসার ইনর্চাজ নবীগঞ্জ থানা পুলিশকে অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এক পর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে বাউল গানের নামে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অনতিবিলম্বে উক্ত বাউল গানের নামে জুয়া খেলা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানান।


     এই বিভাগের আরো খবর