,

কাতার বাংলাদেশ দূতাবাসে ডিজিটাল পাসপোর্টের কাজ শুরু

সময় ডেস্ক ॥ প্রায় ৩ সপ্তাহ বন্ধ থাকার পর আবার নতুন করে চালু হল কাতার বাংলাদেশ দূতাবাসের বন্ধ থাকা ডিজিটাল পাসপোর্টের ফটো তোলার কাজ। এতে প্রবাসি বাংলাদেশিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দূতাবাসে থাকা দু’টি ক্যামেরার মধ্যে সব ক্যামেরা খারাপ হয়ে যায় গত দোসরা নভেম্বর। এর পর নতুন করে এ কাজ শুরু করতে দূতাবাসের সময় লেগে যায় প্রায় ২১দিন। যদিও দোহা হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে বিগত ১ সপ্তাহ আগে মেশিনপত্র, সার্ভার এসে পৌঁছে কিন্তু কি কারণে এটি রিসিভ করতে ১ সপ্তাহ দেরি হলো তা খতিয়ে দেখা হয়নি। শেষ পর্যন্ত গত ২১ শে নভেম্বর শুক্রবার এই ডিজিটাল পাসপোর্টের ফটোতোলার কাজ শুরু করতে পেরেছেন রাষ্ট্রদূত। তবে এভাবে চলতে থাকলে আগামী ২৪শে নভেম্বর ২০১৫ পর্যন্ত পাসপোর্টের কাজ বাকি থেকে যাবে প্রায় দেড় লাখেরও অধিক।


     এই বিভাগের আরো খবর