,

শায়েস্তাগঞ্জে অভিনব কায়দায় চলছে মাদক বানিজ্য ডিমের ঝুড়িতে করে পাচার হচ্ছে ইয়াবা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় চলছে মাদক ব্যবসা। ডিমের ঝুড়িতে করে জেলার বিভিন্নস্থানে পাচার হচ্ছে প্রাণঘাতি মাদক। জানাযায়, শায়েস্তাগঞ্জ থানার দক্ষিণাঞ্চল পাহারতলী এলাকার লাদিয়া গ্রামের সুতাং নদীর ব্রীজের পাশে ও নদীর বাধে হাঁসের ফার্মের নামে দীর্ঘ দিন ধরে স্থানীয় কিছু মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের হাত ধরে বহিরাগত কিছু কুখ্যাত মাদক সম্রাট অভিনব কায়দায় নির্ধিদায় নির্ভয়ে মাদক ব্যবসা ও মাদক পাচার করে আসছে। এতে প্রায় ওই এলাকার যুবক থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত মাদকের আস্তানায় দিনদুপুরে মজমায় বসে। শহর থেকে গ্রাম এলাকা মাদক পাচারের নিরাপদ রোড হওয়ায় তাদের এখন আর কোন ধরণের বেগ পেতে হয়না বলে এক মাদক সেবনকারী জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক সেবনকারী জানায়, গত কয়েক বছর ধরে বানিয়াচং থানার ইকরাম গ্রামের এক ফার্ম ব্যবসায়ী শীত মৌসুমে হাঁসের দল নিয়ে লাদিয়া হাওর এলাকার সুতাং নদীর পার্শ্ববর্তী আট কোণা নামক স্থানে আস্তানা করে। এবং স্থানীয় মাদক ব্যবসায়ীদেরকে হাত করে সে লালচান্দ চা বাগান এলাকায় বাংলা মদের ফাড্ডা থেকে বাংলা মদ, গাঁজা ও যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট নিয়ে আসে। এবং স্থানীয় কিছু প্রভাবশালীদের কে হাত করে সে মাদককের ব্যবসা চালিয়ে যাচ্ছে। জানায়ায, সে ডিমের ঝুড়িতে করে চারি দিকে ডিম দিয়ে মধ্যখানে গাঁজা, ইয়াবা ও হিরোইন পুড়িয়া ভরে শায়েস্তাগঞ্জসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাচার করে আসছে। স্থানীয় এক মুরুব্বি জানান, এলাকার কিছু অসাধু ও মতাশীন নেতাদের মদদ থাকায় সচেতন মহলের কেউ ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা।


     এই বিভাগের আরো খবর