,

চুনারুঘাটে জনতার হাতে গরু চোর হিরুই আটক

চুনারুঘাট সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান চিমটিবিল লাইনে হিরুই মিয়া (৫০) নামে এক গরু চোরকে হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা। ১১ জানুয়ারী রাত্রী ১টার দিকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে উপজেলার আহম্মদাবাদ ইউপির গেরারুক গ্রামের মৃত ইকরাম উল্লার পুত্র হিরা মিয়া ওরফে হিরুই এবং গণ ধুলাইয়ের শিকার হয়। একই দিন ভোর ৫ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ এবং হিরুইকে সময় বিলম্ব না করে পুলিশে সোপর্দ করার পরামর্শ দেন। চা শ্রমিকরা বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত সনজু চৌধুরীকে খবর দিয়ে চোর হিরুইকে তার হাতে সোপর্দ করলে চেয়ারম্যান সনজু চৌধুরী ওয়ার্ড মেম্বার সোদামা বর্মার মারফত চুনারুঘাট থানায় প্রেরন করেন। এ ব্যাপারে আমু চিমটি বিলের চা শ্রমিক লী ভৌমিজের পুত্র দুলাল ভৌমিজ বাদী হয়ে ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। অপর ৩জন আসামীর নাম জানতে চাইলে চুনারুঘাট থানার কর্তব্যরত এস আই আলমাছ বলেন, এই ৩জনের নাম প্রকাশ হলে তারা পালিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জি আর মামলায় পালিয়ে থাকা দুই আসামী সিরাজ মিয়া (৪২) পিতা ইন্তাজ উল্লা, জলফু মিয়া (৩৫) পিতা খতিব উল্লাকে গ্রেপ্তার করেন এস আই হোসেন মিয়া ও সদীপ বড়–য়া।


     এই বিভাগের আরো খবর