,

নবীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ ও কম্বল বিতরণ

এম.এ.আহমদ আজাদ/মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলার হতদরিদ্র গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে সেনাবাহীর ১৭ পদাধিক ডিভিশনের ৫১ ফিল্ড মেডিক্যাল ক্যাম্প। তারা ২১ ডিসেম্বর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রায় ৮হাজার মানুষকে ফ্রি মেডিক্যাল চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করেছে এবং প্রায় ১৫শত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার ফ্রি মেডিক্যাল ক্যাম্পে কম্বল ও ঔষধ সামগ্রী বিতরণ করেন ক্যাম্প ইনর্চাজ লেঃ কর্নেল সুজা উদ্দিন। উল্লেখ্য যে- শীত কালীন ট্রেনিং‘র জন্য সেনাবাহিনীর কয়েকটি টিম নবীগঞ্জে বিভিন্ন এলাকায় অবস্থান করছে। তাদের এই মেডিক্যাল টিম উপজেলার দিনারপুর পাহাড়ী অঞ্চলের গজনাইপুর ইউনিয়নের লোগাঁও একটি পাহাড়ের পাশে ক্যাম্প করে সেনাবাহিনীর ১৭ পদাধিক ডিভিশনের ৫১ ফিল্ড মেডিক্যাল ক্যাম্প প্রায় ১ মাস যাবৎ স্থানীয় লোকজনকে ফ্রি মেডিক্যাল সেবা দিয়ে আসছে এবং ১৫ শত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে এলাকায় প্রসংশা অর্জন করেছে। সেনা বাহিনীর ওই ক্যাম্পের ম্যাডিকেল টিম কয়েক লক্ষ টাকার ঔষধ ও কম্বল বিতরণ করেছেন। উপজেলার দেবপাড়া গ্রাম থেকে আসা বৃদ্ধা সফিনা বেগম (৬০) বলেন তিনি এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প‘র বিনামূল্যে ঔষধ পেয়ে তিনি মহাখুশি। তিনি বলেন- “আমি এত দামের ঔষুধ কিন্না খাইতাম পারলামনানে। আর্মি সাবরা আমরারে মাগনা (ফ্রি) এই ডাক্তারি পরীক্ষা কইরা ঔষুধ দিছইন, আল্লায় তারারে ভালা করবা।” উপজেলার কান্দিগাঁও গ্রামের ৭৫ বছরের বৃদ্ধ ফুলেছা বিবি বলেন, “আমি আগে কানে হুনতাম না, এখন আর্মি কেম্পের ঔষুধ খাইয়া ভালা অইগেছি, আমি অকন কানে হুনি।” শতক গ্রামের আব্দুল মন্নান (৭০) বলেন- “আমরার এলাকাত আর্মিরা আওয়ায় আমরার উপকার অইছে, প্রর্তিদিনই তারা এলাকার শ শ মানুষরে মাগনা ডাক্তরি কররা। এবং তারা কোন টেকা পয়সা নেইন্না, একবারে মাগনা আমরারে শীতের কমলিও (কম্বল) দিছনইন। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, ৭১ নিউজ টিভি প্রতিনিধি মতিউর রহমান মুন্না, স্থানীয় ইউপি সদস্য আজমল হোসেন, সাংবাদিক এম এ মুহিত।


     এই বিভাগের আরো খবর