,

হবিগঞ্জে ইনোভেশন সার্কেল এর অগ্রগতি নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সকল সরকারী অফিসেই জনগনকে সহজে সেবা প্রদানের জন্য বিভিন্ন ইনোভেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতের মামলা নিস্পত্তি সহজিকরণ, বানিয়াচঙ্গ উপজেলার অন লাইনে ভূমি কর নির্ধারন ও প্রদান পদ্ধতি এবং চুনারুঘাটের মোবাইল অ্যাপস এর মাধ্যমে তথ্য পৌছে দেয়া উদ্ভাবনগুলো সর্বত্র প্রশংসিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ইনোভেশন টিমের অগ্রগতি ও বার্ষিক পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। সভায় নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমেই জনগনকে সহজে সেবা দেয়া এবং দেশের উন্নয়নে অবদান রাখার জন্য ইনোভেশন সার্কেলকে আহবান জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন স্থনীয় সরকারের উপ-পরিচালক আবদুর রউফ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক।


     এই বিভাগের আরো খবর