,

চুনারুঘাটে ইকনোমিক জোন প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি ॥ গতকাল শনিবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত আমতলী বাজারে চুনারুঘাট উপজেলার চান্দপুর খাস জমিতে ইকনোমিক জোন স্থাপনের লক্ষ্যে উপজেলাবাসী মানববন্ধন করে ও পথসভা করেছে। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মহরম আলীর সভাপতিত্বে ও আরজু মিয়ার মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন বলেনÑ চুনারুঘাটে ইকনোমিক জোন হলে এলাকাবাসী ও চা-শ্রমিকদের যে কী লাভ হবে, তা এখন তারা বুঝতে পারছে না। যখন এ বিশেষ ইকনোমিক জোনের জন্য সারা বাংলাদেশে চুনারুঘাট একটা অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রকাশ পাবে, চুনারুঘাট উপজেলা অন্যান্য এলাকার মতো উন্নত হবে, তখন সবাই বুঝবে। কিন্তু এখন কিছু সংকীর্ণমণা ও দুষ্কৃতকারীরা চাÑশ্রমিকদের এ জোনের ব্যাপারে মতলবযুক্ত বানী শুনিয়ে তাদের ক্ষেপিয়ে তুলেছে। এ বিশেষ ইকনোমিক জোনের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে। তারা শুধু আমাদের উপজেলার গন্ডিতে আবদ্ধ রাখতে চায়, পুরো দেশে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় না। তবে আমরা সাড়ে ০৪ লক্ষ্য উপজেলাবাসী যদি তাদের অবৈধ কার্য-কলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে আমাদের চুনারুঘাটে অবশ্যই ইকনোমিক জোন হবে ও উন্নতির স্বাদ নিতে পারবো। তিনি চাÑশ্রমিকদের উদ্দেশ্যে বলেনÑ তারা যেন কারও কানকথা না শুনেন। নিজের বিবেক দিয়ে যেন বিষয়টি বিচার করেন। তাহলেই নিজের লাভ বুঝতে পারবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি কাউসার-উল গনি, আলহাজ্ব হুসাইন আলী রাজন, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুছ, আশ্রাব আলী হাবিলদার, বিপি মানিক, আব্দুল হক, আঃ আউয়াল মেম্বার, সত্যেন্দ্র চন্দ্র দেব, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী, যুবলীগ সভাপতি ইয়াকুত মিয়া, উপজেলা তরুনলীগ আহবায়ক রুমন ফরাজী, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আহবায়ক কবির মিয়া খন্দকার, কৃষকলীগ সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা সুহেল আরমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, জসিম, সুমন, বিল্লাল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা উক্ত স্থানে ইকোনোমিক জোন স্থাপনের জোর দাবী জানান। তারা বলেন, চুনারুঘাটে ইকনোমিক জোন হলে কোনো চাÑশ্রমিক নিঃস্ব হবে না। বরং প্রত্যেক চাÑশ্রমিক পরিবার থেকে একজনকে চাকুরি দেওয়া হবে। বক্তারা আরো বলেনÑ চুনারুঘাট ও হবিগঞ্জের উন্নয়নে ইকনোমিক জোনোর কোনো বিকল্প নেই। তাই এ জোন স্থাপনে কোনো বাধা আসলে প্রতিহত করার জন্য সবার প্রতি আহ্বান করা হয়।


     এই বিভাগের আরো খবর