,

শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে বিরতীহীন বাস চাপায় ছাত্র সায়েন (৯) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন ১ ঘন্টা সড়ক অবরোধ করেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ওই সড়কের পূর্ববচর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র চরনুর আহমদ গ্রামের তাহির মিয়ার পুত্র। সে পূর্বচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্র জানায়, সায়েন সকালে স্কুলে যাবার পথে রাস্তা পারাপার হচ্ছিল। এসময় হবিগঞ্জগামী একটি বিরতিহীন বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা ও শিক্ষার্থীরা ওই সড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কের দুইপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রন করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা অভিযোগ করেন বিরতীহীন বাসের চালকরা সিলেট থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পর্যন্ত সময় ক্ষেপন করে আসে। কিন্তু নতুন ব্রীজ থেকে হবিগঞ্জ বাসস্ট্যান্ডে সময় কভার দেয়ার জন্য বেপরোয়া গতিতে গাড়ি চালায়। আর এতে করে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। গত ১ বছরে অসংখ্য লোক হতাহত হয়।


     এই বিভাগের আরো খবর