,

প্রধানমন্ত্রী আজ সিলেট আসছেন

স্টাফ রিপোর্টার ॥ চার বছর পর সিলেট নগরীতে আজ পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে সিলেটে আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয়ের তিন সপ্তাহের মাথায় সিলেট আসছেন তিনি। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত সিলেট। নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। তার জনসভা ও অবস্থানস্থলে বসেছে সিসি ক্যামেরা। লাখো মানুষের সমাবেশের মঞ্চ প্রস্তুত সিলেট আলীয়া মাদরাসা মাঠে। এবার প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা। আজ সকালেই সিলেট আসছেন প্রধানমন্ত্রী। টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই হবে সিলেটে তাঁর প্রথম পদার্পন। গত মেয়াদে দায়িত্বপালনকালে ২০১২ সালে ২৪ মার্চ তিনি সিলেট সরকারী আলীয় মাদরাসা মাঠের জনসভায় যোগ দিয়েছিলেন। চারবছর পর একই স্থানে আবারও জনসভায় জনতার মুখোমুখি হবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে টানটান উত্তেজনা সিলেট আওয়ামী লীগে। জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসমুদ্রে রূপ দিতে সামর্থের সবটুকু ব্যয় করছেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতার্কর্মীরা। প্রধানমন্ত্রীর সফর হওয়ায় প্রশাসনে এখন চলছে তুমুল ব্যস্ততা। সফরঘিরে নেওয়া হয়েছে ছয় স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সফরকালে নির্দিষ্ট সময়ে নগরীর প্রধান সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞাও জারি করেছে প্রশাসন। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী আজ সকাল পৌণে ১১টায় প্রধানমন্ত্রীর সিলেট পৌছার কথা। ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ওখান থেকে প্রথম হযরত শাহজালাল (রাহ.) ও হযরত শাহপরান (রাহ.) মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ১২টায় তিনি মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। সোয়া একটার দিকে সিলেট সার্কিট হাউজে ফিরে নামাজ ও বিরতি। এরপর দুপুর আড়াইটায় তিনি সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠের জনসভায়স্থলে পৌঁছবেন। সেখানে প্রথমে দশটি প্রকল্পের উদ্বোধন ও ১২টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর জনসভায় যোগ দিয়ে বিকেল পাঁচটার দিকে ফের হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর সফর সূচি থেকে এসব তথ্য জানা গেছে। প্রচার উৎসব সিলেটে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উৎসবের আমেজ এখন সিলেটে। বর্ণিল সাজে সাজানো হয়েছে নগরী। তৈরি হয়েছে সুসজ্জিত মঞ্চ। একদিকে প্রধামন্ত্রীর সফর অন্যদিকে সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদের প্রায় নিরঙ্কুশ বিজয় প্রচারণায় এনেছে উৎসব আর আত্মগৌরবের আমেজ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নগরীতে শোভা যাচ্ছে বড় বড় বিলবোর্ড, ঝুলছে ডিজিটাল ফেস্টুন, সাটানো হয়েছে মাল্টিকালার পোস্টার। এয়ারপোর্ট রোড থেকে শুরু করে জনসভাস্থসহ নগরীর প্রধান সবগুলো সড়কের স্থানে স্থানে বসানো হয়েছে তোড়ন। মাসের শুরু থেকেই চলছে প্রচার-প্রচারণা। নগরী ছাড়িয়ে এই প্রচারণা চলেছে সিলেট বিভাগজুড়ে। জেলা-উপজেলা ও পৌরশহর থেকে নিয়ে প্রচারণার ঢেউ লেগেছে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে। প্রায় প্রতিদিনই আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফর সফলে আনন্দ মিছিল-সভা-শোভাযাত্রা করছেন। দফায় দফায় পরিদর্শন করছেন জনসভাস্থলসহ প্রধানমন্ত্রীর সফরসূচিভূক্ত এলাকা। প্রধানমন্ত্রীর সফর বিষয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান, প্রধানমন্ত্রীর সফর ও জনসভা সফল করতে তারা একযোগে কাজ করছেন। স্মরণকালের বৃহত্তম জনসভা হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দিনদিন মানুষের আস্ত ও ভালোবাসা বাড়ছে। বঙ্গবন্ধু কন্যার প্রতি সেই ভালোবাসা থেকেই আলীয়া মাঠের জনসভায় লাখো মানুষ উপস্থিত হবেন।


     এই বিভাগের আরো খবর