,

নবীগঞ্জে ব্যক্তিগত কারখানায় তৈরী হচ্ছে ভেজাল মরিচা গুড় : প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে আখের গুড় এবং ভেজাল মরিচার গুড়ের সাথে চিনি ও সুগন্ধি পাইডার মিশিয়ে মরিচাগুড় তৈরী করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা তা অবাধে বিক্রি করছে। যার ফলে সাধারণ ক্রেতাগন খাঁটি গুড়ের বদলে চিনি ও পাউডার মেশানো ভেজাল গুড় ক্রয় করে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। কিন্তু অদৃশ্য কারনে বিষয়টি দেখেও না দেখার ভান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে মরিচা গুড়ের চাহিদা বেশী হওয়ার কারনে পর্যাপ্ত পরিমান খেজুরের গুড় না থাকায় এবং মরিচা গুড়ে অধিক মুনাফা লাভের আশায় ঐ ব্যবসায়ীরা গুড়ে চিনি ও পাউডার মিশিয়ে তা বাজারে বিক্রি করছেন। বাজারে সব সময় মরিচা গুড়ের চাহিদা বেশি থাকার কারনে অধিক মুনাফা লাভের আশায় অসাধু ব্যসায়ীরা এ অপকর্ম চালিয়ে যাচ্ছেন। নিজের কারখানায় তৈরী ভেজাল মরিচা গুড় তৈরী করে খালি মাটির কলসিতে ভরে বাজারে অবাধে বিক্রি করছে। অনেক ক্রেতারাই খায়েশ করে রুচিদায়ক খাবার মরিচা গুড় কিনে বিভিন্ন রকম পিঠা-পায়েস, চা ও অন্যান্য সুস্বাধু খাবার তৈরী করে থাকেন। তাই এ সময়ে পর্যাপ্ত পরিমান খেজুরের রসের অভাবে সর্বত্র খেজুরের গুড় ও মরিচা গুড়ের চাহিদা থাকায় দেশের রংপুর, ফরিদপুর, চাপাঁই নবাবনগঞ্জ, নাটোর, যশোর অঞ্চলের গুড় উৎপাদনকারীরা চাহিদারিক্তভাবে চিনি মেশানো ভেজাল গুড় তৈরী করে বাজারে বিক্রি করে আসছেন। তাদের এ ফমুর্লাকে কাজে লাগিয়ে নবীগঞ্জের মধ্য বাজারের ব্যবসায়ী পুতুল কুড়ি ও জে,কে হাইস্কুল গেইটের সামনে সুনীল রায় নামের দুই ব্যবসায়ী গোয়ালাবাজারসহ বিভিন্ন স্থান থেকে মরিচা গুড়ের খালি হাড়ি আমদানী করে দোকানের পিছনে নিজেদের তৈরী চিটাগুড় ও সুগন্ধি পাউডার দিয়ে ভেজাল মরিচা গুড় তৈরী করে আমদানিকৃত খালি কলসিতে ভরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে দেদারছে বিক্রি করছেন। সরেজমিন গিয়ে দেখা যায় নবীগঞ্জের মধ্য বাজারে পুতুল কুড়ি নামের ব্যবসায়ীর দোকানের পিছনে বাসায় নকল গুড় তৈরীর কারখানায় প্রতিদিনই তৈরী হচ্ছে বিপুল পরিমান ভেজাল মরিচা গুড়। আর এ গুড় নবীগঞ্জ উপজেলার টঙ্গিটিলা, বালিধারা বাজার ,সদরঘাট,গোপলার বাজার ছাড়াও গোয়ালবাজার, বিশ্বনাথ, শেরপুর, মৌলবীবাজার,হবিগঞ্জসহ বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠানো হচ্ছে। খোঁজ নিয়ে জানাযায়, বর্তমান বাজারে সাধারন আখের গুড় প্রতিকেজি ৫৫/৬০ টাকা দরে বিক্রি হয়। অন্যদিকে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫/৫০ টাকা দরে। তাই চিনি মিশিয়ে মরিচা গুড় তৈরী করে অধিক মুনাফা অর্জন করা করায় আশায় ভেজাল মরিচা গুড় ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এ সুযোগে ব্যবসায়ীরা এই প্রতারানা আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন প্রতারনার শিকার সাধারণ ক্রেতারা।


     এই বিভাগের আরো খবর