,

নবীগঞ্জে বিএনপির সংর্বধনা ও যোগদান নিয়ে বিরূপ প্রতিক্রিয়া

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জে বিএনপি ও সহযোগী এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে বিএনপির মনোনিত নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী’র সংর্বধনা অনুষ্ঠানে প্রটোকল এবং যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে যথাযথ মূল্যায়ন না করায় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়া আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বাউসা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুর রহমান স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাস কাটিয়ে বিএনপিতে যোগদানের ঘটনায় স্থানীয় ইউপি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্ভরযোগ্য একটি সুত্রে জানাযায়, গত সোমবার রাতে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুর রহমান স্থানীয় বিএনপি নেতাকর্মী ব্যতিত অনেকটা নাটকীয় ভাবে নিরবে কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনে উপস্থিত হয়ে বিএনপিতে যোগদান করেন। মুর্হুতের মধ্যে খবরটি এলাকায় ছাউড় হলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা জানান, দলের পরীতি নেতাদের বাদ দিয়ে নব্য বিএনপিতে আসা কাউকে আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন দিলে সেটা দলের জন্য মঙ্গলজনক হবে না। এদিকে গতকাল মঙ্গলবার বিকালে নব নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে এক সংর্বধনা দেয়া হয়েছে। উক্ত সংর্বধনা অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অনেক দায়িত্বপূর্ণ নেতাদের প্রটোকল অনুযায়ী মাইকে নাম ঘোষনা ও বক্তব্যের সুযোগ না দেওয়ায় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা দিয়েছে। অনেকেই নীরবে অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে আসেন বলে সুত্রে জানাগেছে। অনেক পদ পদবীর গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা উক্ত অনুষ্টান সম্পর্কে অবগত নয় বলেও জানিয়েছেন। ফলে নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়া নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ৪ বারের নির্বাচিত কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, পৌর বিএনপি নেতা ২ বারের নির্বাচিত কাউন্সিল মোঃ সুন্দর আলী ও নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ৩ বারের নির্বাচিত কাউন্সিলর এটি এম সালামকে পাশ কাটিয়ে দলীয়ভাবে শুধু নির্বাচিত মেয়রকে সংবর্ধনা দেওয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর