,

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উৎসব কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের ১২৮ তম জন্ম মহোৎসব পালনের লক্ষ্যে গত শুক্রবার রাতে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে মিহির লাল সরকারকে সভাপতি, প্রভাষক উত্তম কুমার পাল হিমেলকে সাধারণ সম্পাদক, প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশকে অর্থ সম্পাদক, অঞ্জন পুরকায়স্থকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রাখাল চন্দ্র দাশ, তাপস বনিক, মৃম্ময় কান্তি দাশ বিজন, অনন্ত দাশ, প্রেমতোষ রায়, যুগ্ম সম্পাদক প্রনব দেব, সহ-অর্থ সম্পাদক প্রধান শিক্ষক সুব্রত দাশ, শিক্ষক পলাশ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক তনয় কান্তি ঘোষ অঞ্জন, প্রদীপ দাশ, সাংস্কৃতিক সম্পাদক নরেশ দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক গৌর মোহন দাশ, লিটন শীল, রতিশ দাশ, প্রচার সম্পাদক নয়ন দাশ, সহ-প্রচার সম্পাদক নয়নমনি সরকার, বৌদ্ধ গোপ, আপ্যায়ন সম্পাদক রশময় শীল, মহিলা সম্পাদিকা তৃষ্ণা বনিক, সহ-মহিলা সম্পাদিকা অর্চনা দাশ। নির্বাহী সদস্যরা হলেন, কালীপদ ভট্টাচার্য্য, এড. মনি শংকর সরকার, কাজল আচার্য্য, ইপেশ গোপ, শিবু আচার্য্য, শিক্ষক সঞ্জয় কুমার ধাম, জয়হরি দেব, বাবুল দেব, বিপুল দাশ, রতন রায়, বিজিত দেব, দিপন দাশ, বাবুল দেব, যাদব সুত্রধর, রবীন্দ্র দাশ, নিতেশ দাশ, নিরজ দাশ । সভায় আগামী ৩০ শে ফাল্গুন নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের ১২৮ তম জন্ম মহোৎসব পালনে সকলের সার্বিক সহযোগীতা কামনা করা হয়। এছাড়া সভায় আগামী ২৭শে ফাল্গুন শুক্রবার নবীগঞ্জ উপজেলার বাল্লা জগন্নাথপুর সমাজ কল্যান প্রাঙ্গনে শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের ১২৮ তম আঞ্চলিক উৎসবে সবাইকে যোগদানের আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর