,

নবীগঞ্জে নারী নির্যাতন মামলার পলাতক আসামী রাজ্জাক কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার এক পলাতক আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। গত বুধবার দুপুরে ওই মামলার পলাতক আসামী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ার পাড় গ্রামের ছফা মিয়ার পুত্র মোঃ রাজ্জাক মিয়া (২৫) হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামের মোঃ শেবুল হোসাইন শেবুল বাদী হয়ে গত ২০১৪ইং সালের ২১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় দিরাই উপজেলার উত্তর সুরিয়ার পাড় গ্রামের ছফা মিয়ার পুত্র রাজ্জাক মিয়া, আমড়াখাইর গ্রামের সরাফত উল্লার পুত্র সাজ্জাদ মিয়া ও জুবেদ মিয়া, মৃত আঃ হান্নান এর পুত্র আজিদ মিয়া ও জয়নাল মিয়ার পুত্র কালা শাহ গংদের বিরুদ্ধে নবীগঞ্জ থানা একটি মামলা দায়ের করেন এবং ওই দিন বিকেলে অনুমান ৪টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাউসী পয়েন্ট হতে আব্দুল হান্নানের পুত্র আজিদ মিয়া (৩৫) ও জয়নাল মিয়ার পুত্র কালাশাহ (৩০)কে আটক করে নবীগঞ্জ থানায় প্রেরণ করে। এরপর থেকে আসামীরা আত্মগোপন করে। গত ১৩ আগষ্ট ২০১৫ইং গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস.আই নূর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার পলাতক আসামী সাজ্জাদ মিয়া (৩৫) ও কালা শাহ (৩০) কে শিবগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে। ৩৯ দিন হাজতবাসের পর গত ২২/০৯/১৫ইং তারিখে তারা জামিনে বেরিয়ে আসে। ওই মামলার আসামী সরাফত মিয়ার পুত্র জুবেদ মিয়া গত ৭ অক্টোবর ২০১৫ইং তারিখে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। ওই মামলার ১নং আসামী ছফা মিয়ার পুত্র রাজ্জাক মিয়া (২৫) প্রায় ১৬ মাস পলাতক থাকার পর গতকাল হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পলাতকদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, আজিদ ও কালাশাহ প্রথমে গ্রেফতার হন এবং পরবর্তিতে জাবিনে বের হন পরে আবার গত ২৬ এপ্রিল ২০১৫ইং আদালত থেকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। এছাড়া ৪নং আসামী মৃত আঃ হান্নান এর পুত্র আজিদ মিয়া (৩৫) এখনো পলাতক রয়েছে।


     এই বিভাগের আরো খবর