,

নবীগঞ্জের হৈবতপুর গ্রামে দু’পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- মহিলা ও শিশুসহ আহত ১০

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলা, শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ও বাকীদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাযায়, হৈবতপুর গ্রামের মঞ্জিল মিয়া ও ওয়াহিদ মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়াহিদ মিয়া ও তার লোকজন দেশীও অস্ত্র-শস্ত্র নিয়ে মঞ্জিল মিয়া ও তার লোক জনের বাড়ি ঘরে হামলা চালায়। এসময় তাদের শোর চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এঘটনার জের ধরে গতকাল সকালে মঞ্জিল মিয়া গংদের হামলায় শহীদ মিয়ার পুত্র সুহেল মিয়া (৩২) গুরুতর আহত হয়। ওই দিন রাতেই ওয়াহিদ মিয়া ও তার লোকজনের পাল্টা হামলায় মঞ্জিল মিয়ার পুত্র মোতক্কির মিয়া (২৮) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অন্যান আহতরা হলেন, মৃত সুন্দর মিয়ার পুত্র মোঃ রেনু মিয়া (৫০) রফিক মিয়া (৪৫) রফিক মিয়ার পুত্র মোঃ রুমান মিয়া (২২) তকদির মিয়ার স্ত্রী রিপা বেগম (২৫) মোতক্কির মিয়ার স্ত্রী পারুল বেগম (২৩) মঞ্জিল মিয়ার মেয়ে মিনারা বেগম (২৫) তকদির মিয়ার ৫ মাসের শিশু পুত্র মারুফ মিয়া। এঘটনায় উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকবাসী। এদিকে সংঘর্ষের খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আঃ রহমার ঘটনাস্থল পরিদর্শ করেন।


     এই বিভাগের আরো খবর