,

নবীগঞ্জে ফিরাছতপুরে নিজ ভুমিতে গৃহ নির্মান করতে বাধা, চাঁদা দাবী প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন অসহায় দিলারা

সংবাদদাতা ॥ নবীগঞ্জে অসহায় বিধবা মহিলার রেজিষ্ট্রি দলিলমুলে ক্রয়কৃত জায়গা অন্যায়ভাবে জোরপূর্বক জবর দখলের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে আব্দুল করিম ও তার লোকজন। নিজের ক্রয়কৃত দলিলমুলে ভুমিতে গৃহ নির্মান করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন দিলারা বেগম। জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের ফিরাছতপুর গ্রামের আব্দুল করিমের নিকট থেকে গত ০৩/০৬/২০১৩ ইং তারিখে রেজিষ্ট্রি দলিল মুলে একই গ্রামের মৃত আব্দুল মন্নানের স্ত্রী দিলারা বেগম তার দেবর আব্দুল করিমের নিকট থেকে মিরাছতপুর মৌজার সাবেক জে এল ১১৬, বর্তমান জে এল ১১৯, এসএ খতিয়ান ১৮১/১, আর এস খতিয়ান ১৮. এস এ দাগ ১১৬, আর এস দাগ নং ১১০, ১১২ মোতাবেক ৫০ শতক ভুমি ২১১৮নং দলিলমুলে ক্রয় করেন। জায়গা খরিদের পর ঐ ভুমিতে দিলারা বেগম গৃহ নির্মানের জন্য চারদিকে বাউন্ডারী ওয়াল দিয়ে রাখেন। কিন্তু ঐ জায়গা বিক্রি করার প্রায় ৩ বছর পর পরসম্পদলোভী আব্দুল করিম তার লোকজন নিয়ে প্রতারনার আশ্রয় নিয়ে অন্যায়ভাবে ওই জায়গা আবারো তার নিজের বলে দাবী করে এবং ওই জায়গা দখলের জন্য নানা ষড়যন্ত্রের চেষ্টা চালায়। ইদানিং ভুমির দলিল মুলে প্রকৃত মালিক ঐ জায়গায় রড সিমেন্ট, ইট বালু, পাথর এনে গৃহ নির্মানের জন্য উদ্যোগ নিলে আব্দুল করিমের লোকজন দিলারা বেগমের নিকট চাঁদা দাবী করে। দিলারা বেগম চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তার লোকজন গৃহ নির্মান কাজে বাধা দেয় এবং জোরপূর্বক জায়গাটি তাদের দখলে নেওয়ার জন্য কৌশলের আশ্রয় নেয়। লোকজন নিয়ে অবৈধবাবে ভুমি দখল করতে না পেরে মুক্তিযোদ্ধার বরাত দিয়ে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করে ভুল তথ্য দিয়ে পত্রিকায় মনগড়া সংবাদ পরিবেশন করানো হয়। যা দেখে দিলারা বেগম হতবাক হয়ে পড়েন। যেকোন সময় দখলবাজরা দিলারা বেগম তার গৃহ নির্মানের সামগ্রী চুরি করে নিয়ে যেতে পারে বলে আশংকায় রয়েছেন। ন্যায্য টাকা দিয়ে ভুমি খরিদ করে দখলবাজদের হয়রানিতে নিরুপায় হয়ে পড়েন অসহায় বিধবা দিলারা বেগম। তার নিজের ভুমিতে গৃহ নির্মান কাজে নবীগঞ্জ পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন দিলারা বেগম।


     এই বিভাগের আরো খবর