,

আজ থেকে শুরু এসএসসি পরীক্ষা : হবিগঞ্জ জেলার ৩৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ১০৯

স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে সারা দেশে এক যোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। হবিগঞ্জ জেলার ৩৯টি কেন্দ্রে এবারের পরীক্ষার্থী ১৯ হাজার ১০৯ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৫ হাজার ৮শত ৭০ জন, দাখিল পরীক্ষার্থী ২ হাজার ৮শত ৬ জন ও ভোকেশনালে ৪৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের এসএসসি পরীক্ষায় হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪০৭ জন, নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ে ৯৭৯ জন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৪৭৪ জন, দিনারপুর উচ্চ বিদ্যালয়ে ৪৭১ জন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪৮৫ জন, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১১২৩ জন, বাহুবল দীননাথ ইনস্টিটিউটে ৫২৩ জন, চুনারুঘাট দণিক্ষাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০৯৯ জন, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮১২ জন, বানিয়াচং এলআর সরকারী উচ্চ বিদ্যালয়ে ১০০১ জন, লাখাই বামৈ উচ্চ বিদ্যালয়ে ৫০২ জন, আজমিরীগঞ্জ মিয়া ধন মিয়া মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৬১ জন, চুনারুঘাট রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে ৩০২ জন, মাধবপুর গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬৫২ জন, মাধবপুর জগদিসপুর জেসি উচ্চ বিদ্যালয়ে ১২৮২ জন, বানিয়াচং কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৫৪৭ জন, চুনারুঘাট গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে ২৮৪ জন, বাহুবল মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪১৪ জন, হবিগঞ্জ বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৩৫ জন, চুনারুঘাট পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজে ২২৫ জন, চুনারুঘাট সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ১৪২ জন, চুনারুঘাট শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ২৪২ জন, বানিয়াচং হানিফ খান দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ে ২৭৬ জন, লাখাই রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে ৩৪৬ জন, বানিয়াচং ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ে ২৭৫ জন, আজমিরীগঞ্জ পাহারপুর বসন্ত কুমার পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৪১১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। দাখিল পরীক্ষায় হবিগঞ্জ দারুছুন্নাত ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৪৬১ জন, চুনারুঘাট হাজী আলিম উল্লাহ সিনিয়র মাদ্রাসায় ৫৭০ জন, চুনারুঘাট আদমপুর গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ২৮৩ জন, বানিয়াচং সিনিয়র ফাযিল মাদ্রাসায় ৬০০ জন, নবীগঞ্জ রুস্তমপুর ন’মৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসা ৩৬৭ জন, বাহুবল মিরপুর দাখিল মাদ্রাসায় ২১৪ জন, লাখাই জিরুন্ডা মানপুর তোফালিয়া সিনিয়র মাদ্রাসায় ২৩৩ জন ও মাধবপুর ইটাখোলা সিনিয়র আলিম মাদ্রাসায় ৭৮ জন অংশগ্রহন করবে। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২৫৪ জন, চুনারুঘাট দনিক্ষাচরন পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫৩ জন, নবীগঞ্জ ঘোলডুবা এম সি হাই স্কুলে ৪১ জন, মাধবপুর জগদীশপুর জেসি উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩৯ জন, বানিয়াচং সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।


     এই বিভাগের আরো খবর