,

নবীগঞ্জে শ্রীমৎ কান্তি বন্ধু ব্রম্মচারীর ভাষনামৃত পাঠ উৎসব অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মহাবতার শ্রী শ্রী প্রভূ জগদ্বন্ধু সুন্দরের কৃপাধন্য ও বিশ্ববরেন্য দার্শনিক ড. মহানাম ব্রত ব্রম্মচারীজীর সুযোগ্য শিষ্য শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের ভাষণামৃত পাঠ উৎসব গত বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজকে পুস্প মাল্য দিয়ে বরণ করেন নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র রায়। পরে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মহানাম সেবক সংঘের সদস্য দিপুল কুমার রায়। অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আচার্য্য, সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র চন্দ্র দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা রঙ্গ লাল রায়, পৌর পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি মৃদুল কান্তি রায়, হবিগঞ্জ মহানাম সেবক সংঘের সদস্য শ্যমল রায়, রবীন্দ্র চন্দ্র পাল, অজিত কুমার দাশ,শিক প্রজেশ রায় নিতন, নৃপেন্দ্র পাল, অঞ্জন পুরকায়স্থ, পবিত্র বনিক, উত্তম রায়, অমলেন্দু সুত্রধর, নিরঞ্জন দাশ, মন্টু লাল আচার্য্য, সাধন চন্দ্র দাশ,দীপক পাল, রতœদীপ দাশ রাজু প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী বলেন, প্রত্যেকে মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ ও কালিমা দূর করে মানুষকে ভালবাসলে ঈশ্বরের সানিধ্য লাভ করা সম্ভব। গৌরাঙ্গ মহাপ্রভূ সিলেটে আবিভুত হয়েছিলেন বলেই সিলেটবাসী ধন্য। তাই গৌরাঙ্গ মহাপ্রভূর অমীয় বানী প্রত্যেক মানুষের মাঝে পৌছে দিলে সমাজে শান্তি আসবে।


     এই বিভাগের আরো খবর