,

মাধবপুরে জোড়া খুনের ঘটনায় থানায় পৃথক মামলা : সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ শতাধিক লোক আসামী

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে জোড়া খুনের ঘটনায় থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বাচ্চুকে প্রধান আসামী করে ১শ জনের নাম উল্লেখ করে নিহত জলিল মিয়ার পিতা সাজু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ইউপি সদস্য ছোট্টু মিয়াকে প্রধান আসামী করে ৭৮ জনের বিরুদ্ধে অপর একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রোকেয়ার মা কুলসুম বেগম। উল্লেখ্য যে-উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের ফজল মিয়ার সঙ্গে একই গ্রামের ইউপি সদস্য খলিলুর রহমান ছুট্টো মিয়ার লোকজনদের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংষর্ষ চলাকালে অস্ত্রের আঘাতে ওই গ্রামের রহিছ আলীর মেয়ে রোকেয়া বেগম (২০) নিহত হয় এবং কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় একই গ্রামের সাজু মিয়ার ছেলে মোঃ জলিল মিয়া (৩০)কে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে’এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পুলিশ ১৩ নারীকে গ্রেফতার করেন এবং বর্তমানে গ্রেফতারকৃতরা জেল-হাজতে রয়েছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মুনির হোসেন জানায় জোড়া খুনের ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।


     এই বিভাগের আরো খবর