,

বাহুবলে ৩ স্কুল ছাত্রীকে অপহরণকালে জনতার হাতে সিএনজি চালক আটক : নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ॥ এলাকা জুড়ে আতংক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্রীদের অপহরণকালে জনতা তিন ছাত্রীকে উদ্ধার ও হারুন মিয়া (৩৫) নামে এক সিএনজি চালক কে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের ভিতরে আগরবানের পাশের রাস্তায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার পূর্বগাজীপুর গ্রামের মনির মিয়ার মেয়ে সামিয়া আক্তার উর্মি (১১) ও একই গ্রামের দানিছ মিয়ার মেয়ে সেলিনা আক্তার (৯) এবং আব্দুল কাইয়ূমের মেয়ে মহিমা খাতুন (১১) স্থানীয় গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। প্রতিদিনের ন্যায় গতকাল সকাল ৯টার দিকে স্কুলের উদ্দ্যেশে একই সাথে বাড়ি থেকে রওয়ানা হয়ে বৃন্দাবন চা বাগানের রাস্তায় পৌছে। পথিমধ্যে হঠাৎ একই গ্রামের ঝাড়– মিয়ার পুত্র হারুন মিয়া (৩৫) উর্মি, সেলিনা ও মহিমাকে জোরপূর্বক সিএনজি অটোরিক্সায় উঠিয়ে নিয়ে পাহাড়ের দিকে নিয়ে যায়। তারা শোর-চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে ওই তিন ছাত্রীকে উদ্ধার করেন এবং সিএনজি সহ চালক হারুন মিয়াকে সিএনজি অটোরিক্সা সহ আটক করেন। ওই সময় তার অপর সহযোগী পালিয়ে যায়। এব্যাপারে, বাহুবল মডেল থানায় মনির মিয়া বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। এদিকে, উদ্ধারকৃত ছাত্রীদের দেখতে স্থানীয় শত শত উৎসকজনতা থানার সামনে ভীড় জমান এবং জড়িতের শাস্তিদাবী করেন। এদিকে, বাহুবলের সুন্ড্রাটিকি গ্রামের নিখোঁজ চার শিশু’র বাড়ি পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম। গতকাল সকাল ৯টার দিকে সরেজমিন পরিদর্শনকালে তারা মূল রহস্য উদঘাটনে গভীর চেষ্টা রয়েছে বলে আশ্বস্থ করেছেন। এদিকে, গত শনিবারে নিখোঁজ হওয়া রাজাপুর গ্রামের দুলা মিয়ার পুত্র মাহমুদুর রহমান (৫) এর সন্ধান মিলেছে। গতকাল সকালে বাড়ির পাশে একটি পুকুরে মৃত অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়। সূত্র জানায়, গত ১৩ ফেব্র“য়ারি সুন্ড্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০), আব্দাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) আব্দুল কাদিরের পুত্র ইসমাঈল মিয়া (১০) বাড়ির পাশে খেলতে গিয়ে একই সাথে নিখোঁজ হন। সংবাদটি উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়লে অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর