,

শায়েস্তাগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও থেকে যাওয়া স্থাপনা নিয়ে এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ ও নবীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ যানজট মুক্ত করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সড়ক ও জনপথ রাস্তার উভয় পার্শ্বের অপরিকল্পিত ভাবে এলাকার প্রভাবশালীদের গড়ে তোলা অবৈধ স্থাপনা প্রায় ৩শতাধিক স্থাপনা উচ্ছেদ করলেও থেকে যায় শায়েস্তাগঞ্জ পুরানবাজার উবাহাটা এলাকায় গাউছুল আজম জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে আওয়ামীলীগের রাজনৈতিক কার্যালয় না ভাঙ্গায় এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি দেখা দিয়েছে। জানা যায়, গত বুধবার বিকালে শায়েস্তাগঞ্জ পুরানবাজার ও নতুন ব্রীজ গোলচত্তর এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও উক্ত এলাকার রাজনৈতিক প্রভাবশালী নেতা সাবেক চেয়ারম্যান রজব আলী, সাবেক মেম্বার চান্দ আলী ও সহিদ উদ্দিন এর নেতৃত্বে রাজনৈতিক কার্যালয় স্থাপনা না ভেঙ্গে সাধারণ ব্যক্তিদের স্থাপনা ভেঙ্গে দেয় ভ্রাম্যমান আদালত। এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঐ সব অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার শেষে আবারও স্থাপনা গড়ে উঠবে বলে এলাকাবাসীর ধারনা করছে।


     এই বিভাগের আরো খবর