,

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে হবিগঞ্জ সেজেছে অন্যরকম সাজে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে হবিগঞ্জ সেজেছে অন্যরকম সাজে। গোটা জেলা শহর এখন তোরণের শহরে পরিণত হয়েছে। শহরের বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, মাদ্রসাসহ বিভিন্ন সামাজিক সংগঠন তোরণ নির্মাণ করেছে। বিশেষ করে হবিগঞ্জ শহরের প্রধান সড়কসহ সকল সড়কেই কিছুদূর পরপরই তোরণ নির্মাণ করা হয়েছে। এসব তোরণের ব্যানার ও ফেস্টুনের মধ্যে দলীয় নেত্রী ও এমপি আবু জাহির, এমপি আব্দুল মজিদ খাঁনের ছবিসহ দলের বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারীর ছবি স্থান পেয়েছে। এছাড়া নেত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন দেয়াল লিখন ও দেয়ালের উপর ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। এক মাস আগে থেকেই শহরের বিভিন্ন স্থাপনা ও দেয়াল রং করে সাজানো হয়েছে। মন্ত্রীর আগমনকে সফল করতে এক মাস আগে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকা তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ডের হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এদিকে বুধবার থেকে নিউফিল্ডে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবারের মধ্যে মঞ্চ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর জনসভার স্থান পরিদর্শন করেন এসএসএফ কর্মকর্তারা। এ ব্যাপারে জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি এডভোকেট আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে সারা জেলায় কয়েক হাজার তোরণ নির্মাণ করা হয়েছে। নেতাকর্মীরা জনসভাকে সফল করতে রাতদিন কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আমরা আশা করি এই জনসভা থেকে প্রধানমন্ত্রীর মাধ্যমে হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্খা পূরণ হবে।


     এই বিভাগের আরো খবর