,

হবিগঞ্জ জজকোর্টে এজলাসের ভেতর মোবাইল ফোনে ভিডিও ধারণ ॥ যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জজকোর্টে এজলাসের ভেতর মোবাইল ফোনে ভিডিও ধারণকালে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ ঘটনা ঘটে। কোর্ট পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল দুপুরে চুনারুঘাট উপজেলার বগাডুবি গ্রামের সাব্বির খানের এসএসসি পরীক্ষার্থী কন্যা শিউলি আক্তারকে (২০) কে চাকুরীর প্রলোভন দিয়ে একই গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র সাইফুর রহমান (৩৫) হবিগঞ্জ নিয়ে আসে। পরে শহরের ফুড ভিলেজ রেষ্টুরেন্টে খাওয়া শেষে ঢাকায় পাচারের চেষ্টা চালায়। শিউলি বিষয়টি আঁচ করতে পেরে রেষ্টেুরেন্টের ওয়াশ রুমে গিয়ে তার পিতাকে মোবাইল ফোনে জানায়। তার পিতা শহরের মোহনপুর এলাকার এক আত্মীয় জানালে আত্মীয় স্বজন এসে ওই হোটেল থেকে শিউলিকে উদ্ধার করে। এসময় সাইফুল ইসলাম কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় শিউলির পিতা সাব্বির খান বাদি হয়ে ওই কোর্টে মানব পাচারের মামলা দায়ের করেন। মামলায় পুলিশ সাইফুলকে আটক করে কারাগারে প্রেরণ করে। গতকাল বুধবার ওই সময় সাইফুলের জামিন শুনানী অনুষ্ঠিত হয়। আদালত চলাকালে ওই গ্রামের কবির মিয়ার পুত্র সাইফুলের শ্যালক জসিম উদ্দিন (২৫) এজলাসের ভেতর প্রবেশ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। বিষয়টি তাৎক্ষনিক বিচারকের নজরে আসলে তিনি জসিমকে আটক করতে কোর্ট পুলিশকে নির্দেশ দেন। পুলিশ জসিমকে আটক করে হেফাজতে নেয়। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবি লুৎফুর রহমান দুলাল, আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আব্দুর রউফ। আদালতে এরকম ঘটনায় আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর