,

বড়ই গাছের ডাল কাটা নিয়ে শত্র“তা : বাঘালের নির্দেশে ৬ জনে মিলে শ্বাসরোধ করে হত্যা করে ৪ শিশুকে

আব্দুল হামিদ ॥ আব্দুল আলী ওরফে বাঘালের নির্দেশে ৬ জন মিলে ৪ শিশুকে হত্যা করে ঘাতকরা। ১২ ফেব্র“য়ারি শিশুদের অজ্ঞান করে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশার গ্যারেজে নিয়ে রাখা হয়। সেখানেই রাতে চারজনকে শ্বাসরোধ ও বুকে আঘাত করে হত্যা করা হয়। ৪ শিশু হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকালে রুবেল মিয়া (১৭) এ রোমহর্ষক তথ্য দিয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত জিজ্ঞাসাবাদে এ হত্যার কথা স্বীকার করে রুবেল। হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকারের আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দি শেষে রুবেল মিয়া ও বাকি দুই আসামিকে কারাগারে প্রেরণ করেন বিচারক। হত্যাকাণ্ডে জড়িত ৬ জনের মধ্যে বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল আলী ওরফে বাগলের পুত্র রুবেল মিয়া (১৭), আরজু মিয়া (২০) ও সিএনজি অটোরিকশা চালক বাচ্চু মিয়ার (২৫) এর নাম প্রকাশ করেছে পুলিশ। রাত সোয়া ৮টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান এসপি জয়দেব কুমার ভদ্র। তিনি আরো জানান, এক মাস আগে বড়ই গাছের ডাল কাটা নিয়ে দুই গোষ্টীর বড়দের মাঝে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরপর থেকেই আসামীরা হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তাদেরকে অপহরণের পর হত্যা করা হয়। গত বুধবার সকালে বাহুবল উপজেলার ইছারবিল খালের পাশে বালুচাপা দেয়া অবস্থায় ওই শিশুদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনিরসহ ডিবির ওসি এবং পুলিশ সদস্যবৃন্দ। এদিকে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানার ওসি মোসাররফ হোসেনের নেতৃত্বে সৃন্দ্রাটিকি গ্রামের সিএনজি মালিক বাচ্চু মিয়ার বাড়ির গোয়াল ঘর থেকে সিএনজি নং (হবিগঞ্জ থ ১১-৩৬০৮) উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানায় পুলিশ। গত ১২ ফেব্র“য়ারি সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), আবদাল মিয়ার পুত্র প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), আব্দুল আজিজের পুত্র চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি আনওয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নুরাণী প্রথম শ্রেণির ছাত্র আব্দুল কাদিরের পুত্র ইসমাইল মিয়াকে (১০) অপহরণ করা হয়। ১৭ ফেব্র“য়ারি সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ইছারবিল খালের পাশে বালুচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।


     এই বিভাগের আরো খবর