,

চার শিশু হত্যা মামলার আসামী বাচ্চু মিয়া বন্দুক যুদ্ধে নিহত

আব্দুল হামিদ ॥ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি বাচ্চু মিয়া র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে চুনারুঘাট দেওরগাছ এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার কাজী মনিরুজ্জামান জানান, বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় র‌্যাব সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এর অংশ হিসেবে সিলেটের বিশ্বানাথ থেকে বৃহস্পতিবার রাতে শাহেদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদ জানান, রাতেই দেওরগাছ এলাকা দিয়ে বাচ্চু ভারতে পালিয়ে যাবে। বিষয়টি জানার পরে র‌্যাবের আরেকটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাচ্চু বাহিনী গুলি চালালে দুই র‌্যাব সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে বাচ্চু নিহত হয়। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। অপরদিকে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত বাচ্চু মিয়ার মা আয়েশা খাতুন অভিযোগ করেন, এ ঘটনার অন্যতম নায়ক আব্দুল আলীর দলে না যাওয়ায় ষড়যন্ত্রের শিকার হয়েছে বাচ্চুসহ তার ভাইয়েরা। বাচ্চু নিহত হওয়ায় তদন্তে কোন প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে হত্যাকান্ডের ঘটনার তদন্ত দলের প্রধান সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, বাচ্চু না থাকলে বা মারা গেলে এ মামলার তদন্তে কোন প্রভাব পড়বেনা। এ পর্যন্ত যে ৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা সবাই বাচ্চুর সম্পৃক্ততার কথা বলেছেন। বাদিপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন, এ পর্যন্ত আদালতের কাছে দেয়া ৩ জনের দেয়া স্বীকারোক্তিতে জানা গেছে বাচ্চু শুধুমাত্র একজন বাহক ছিল। সে মারা যাওয়ায় হত্যাকান্ডের মূল বিষয়টির বিচারে কোন প্রভাব পড়বে না। বাহুবল থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, বিকেলে বাচ্চুর মরদেহ তার মা আয়েশা খাতুনের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রথমে গ্রামবাসী আপত্তি জানিয়েছিল বাচ্চুর লাশ যেন সুন্দ্রাটিকি গ্রামে দাফন না করা হয়। পরে তার মায়ের আবেদনের প্রেক্ষিতে তারা লাশ দাফনে অনুমতি দেন। চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, বাচ্চু র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় দু’টি মামলা দায়ের করেছে র‌্যাব।


     এই বিভাগের আরো খবর