,

হবিগঞ্জে যাত্রীবাহি বাস উল্টে ২০ যাত্রী আহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কের ভাদৈ নামকস্থানে যাত্রীবাহি বাস উল্টে মহিলাসহ ২০ যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, মাধবপুর থেকে যাত্রীবাহি একটি লোকাল বাস (চট্টগ্রাম-ব-৯৯২৩) হবিগঞ্জ থেকে ছেড়ে আসে। অলিপুর আসার পর যাত্রী তুলে সময় শেষ হয়ে যায়। সময় কভার দেয়ার জন্য অলিপুর থেকে বাসটি বেপরোয়া গতিতে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। বারবার যাত্রীরা চালককে ধীরে চালানোর কথা বললেও কর্ণপাত না করে চালক দ্রুতই চালিয়ে আসতে থাকে। উল্লেখিতস্থানে এসে একটি ট্রলিকে ওভারটেক করার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কায় লেগে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বৈদ্যুতিক খুটি ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় তোফাজ্জল (৩০), ফারুক মিয়া (৫০), আব্দুর রহমান (৫০), রফিক মিয়া (৬০), জয়নাল মিয়া (৫৫), আব্দুল ওয়াহেদ (১৬), আব্দুল আজিজ (৩০), শাপলা বেগম (১৫), শুকা রাণী (৩৫), রাণী বেগম (৬০), কবিতা সুত্রধর (২০), ও ওয়াহিদ মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর